শেরপুরের ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) শেরপুরের আয়োজনে ১৩ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া কালিমন্দির মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) শেরপুর জেলার সভানেত্রী সাজজিদা হক মৌ এর সভাপতিত্বে শেরপুরের পুলিশ সুপার (এসপি) মোঃ কামরুজ্জামান বিপিএম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ শীতবস্ত্র বিতরণ করেন। পুনাক সভানেত্রী সাজজিদা হক মৌ বলেন, পুনাক একটি সেবামূলক প্রতিষ্ঠান। আমরা আমাদের ক্ষুদ্র প্রয়াস থেকেই পুনাকের মাধ্যমে দরিদ্র, অসহায় মানুষদের সহায়তায় সব সময় এগিয়ে আসি। এরই ধারাবাহিকতায় ঝিনাইগাতী উপজেলার অসহায় ও দুস্থ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শীতার্ত জনসাধারণের মধ্যে শতাধীক কম্বল দেওয়া হচ্ছে। আমরা যাতে এই মানুষগুলোর জন্য সব সময় এভাবে কাজ করে যেতে পারি। সেজন্য সকলকে পাশে চাই এবং সবার দোয়া কামনা করছি। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুইয়ার সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, শেরপুর জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ও বিটিভির সাংবাদিক দেবাশীষ ভট্টাচার্য্য, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মি. নবেশ খকশী, বাংলাদেশ কোচ আদিবাসী ইউনিয়ন শেরপুর জেলা শাখার সভাপতি রুয়েল চন্দ্র কোচ, ঝিনাইগাতী উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী জীবন কুমার চক্রবর্তী। শীতবস্ত্র বিতরণের আগে পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম ও পুনাক শেরপুরের সভানেত্রী সানজিদা হক মৌ রাংটিয়া কালিমন্দিরে পৌছার পর ঝিনাইগাতী থানা পুলিশের পক্ষ থেকে ওসি মনিরুল আলম ভুইয়া ফুলেল শুভেচ্ছা জানান।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024