|
Date: 2025-03-27 19:27:04 |
শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়নের চরলাউলানী গ্রামে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে চরলাউলানী সমাজ কল্যাণ ফাউন্ডেশন। প্রবাসী ও ফাউন্ডেশনের সদস্যদের সহায়তায় আয়োজিত এই মানবিক কার্যক্রম বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি ইমরান চৌকিদার। উপস্থিত ছিলেন উপদেষ্টা নাজমুল ইসলাম রাড়ী, আজিজুল হাওলাদার, তোফাজ্জল রাড়ী, অর্থ বিষয়ক সম্পাদক রণি মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব প্রধানীয়া, সাংগঠনিক সম্পাদক নাইম খান, সহ-সাংগঠনিক সম্পাদক হাশেম খান, প্রচার বিষয়ক সম্পাদক শাকিল রাড়ী, সহ-প্রচার বিষয়ক সম্পাদক পাভেল রাড়ী, উপদেষ্টা মণ্ডলীর সদস্য আব্দুস সালাম, রায়হান খান, সিয়াম বেপারী, সফিক সরদার ও ওহাব খানসহ স্থানীয় যুবক ও গণ্যমান্য ব্যক্তিরা।
সভাপতির বক্তব্যে ইমরান চৌকিদার বলেন, "ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আমরা প্রতিবছর ঈদ উপহার বিতরণ করি। তবে আমাদের কার্যক্রম শুধুমাত্র এখানেই সীমাবদ্ধ নয়। সমাজের উন্নয়নে আমরা বিভিন্নমুখী উদ্যোগ গ্রহণ করেছি—গরীব শিক্ষার্থীদের সহায়তা, অসুস্থদের চিকিৎসা সহায়তা, গ্রামের রাস্তাঘাট সংস্কার ও পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ কর্মসূচি চালিয়ে যাচ্ছি। ভবিষ্যতে আরও বড় পরিসরে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পরিকল্পনা রয়েছে।"
তিনি আরও জানান, প্রবাস থেকে সাধারণ সম্পাদক পিয়েল রাড়ী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক চম্পক রাড়ী, সোহাগ রাড়ী ও ইকবাল মোল্লাসহ অনেকে এই উদ্যোগে আর্থিক সহায়তা ও পরামর্শ দিয়েছেন।
উপদেষ্টা নাজমুল ইসলাম রাড়ী বলেন, "মানবতার সেবাই আমাদের মূল লক্ষ্য। সমাজের বিত্তবানরা এগিয়ে এলে আরও বেশি অসহায় মানুষের পাশে দাঁড়ানো সম্ভব হবে। আমরা চাই, এই উদ্যোগ ধারাবাহিকভাবে চলতে থাকুক এবং আরও বেশি মানুষ এর সুফল পাক।"
ঈদ উপহার পেয়ে সুবিধাভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুরোধ জানান। চরলাউলানী সমাজ কল্যাণ ফাউন্ডেশন শুধু ঈদ উপহার বিতরণেই সীমাবদ্ধ নয়, বরং সমাজের সার্বিক উন্নয়নে নিবেদিত। তাদের এই উদ্যোগ নড়িয়ায় অসহায় মানুষের মুখে হাসি ফুটিয়েছে, যা সত্যিই প্রশংসনীয়।
© Deshchitro 2024