টাঙ্গাইল-১(মধুপুর-ধনবাড়ী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী, লেফটেন্যান্ট কর্ণেল(অব:) আসাদুল ইসলাম আজাদের পক্ষ থেকে বিএনপি'র চেয়ারপর্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার গোসাইবাড়ী-মির্জাপুড় এলাকাবাসীর উদ্যোগে গোসাইবাড়ী ঈদগাহ মাঠে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-১(মধুপুর-ধনবাড়ী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী, লেফটেন্যান্ট কর্ণেল(অব:) আসাদুল ইসলাম। প্রধান অতিথি বক্তব্যকালে বলেন, আমাদের আপোষহীন নেত্রী খালেদা জিয়া লন্ডনে ভিষণ অসুস্থ, তারেক রহমান মামলা মুক্ত হয়েও দেশে আসতে পারতেছেন না,আমরা তাদের জন্য বিশেষ দোয়া করব যেন গণতন্ত্রের মা দ্রুত সুস্থ্য হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন।


এ সময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানেরশীষ প্রতিক নিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করে সকলের নিকট দোয়া প্রার্থনা করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মধুপুর উপজেলা বিএনপি'র সাবেক যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মাসুদ, মির্জাবাড়ী ইউনিয়ন বিএনপি'র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস ছামাদ,মির্জাবাড়ী ইউনিয়ন বিএনপি মৎস্য বিষয় সম্পাদক মো: নুরুল আলম মেম্বার, পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, উপজেলা যুবদলের মো: মিনহাজ হোসেন প্রমূখ। উক্ত দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন, মাওলানা মো. মোস্তফা কামাল।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024