• আত্নশুদ্ধি, আত্নসংযম ও তাকওয়া অর্জনের মাস মাহে রমাদান। এ সময় মুমিন হৃদয়ে খেলে ইবাদতের ঢেউ। রমাদানের অন‍্যতম একটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সালাতুত তারাবী। এ সময় হাফেজে কুরআনদের মূখে উচ্চারিত ঐশী বাণীর সুললিত কন্ঠের তিলাওয়াতে মসজিদগুলো মূখরিত থাকে। আজকের আয়োজনে ঢাকা কলেজের ৮জন হাফেজ শিক্ষার্থীর কুরআনের তারাবীহ পড়ানোর অনুভূতি,অভিজ্ঞতা ও আনুষঙ্গিক তুলে ধরেছেন দৈনিক দেশচিত্র। 



হাফেজ মাহমুদুল হক হাসান : ঢাকা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এই শিক্ষার্থী ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সারকারখানা জামে মসজিদ, নরসিংদীতে তারাবী পড়াচ্ছেন।তার কাছে তারাবী পড়ানোর অনুভূতি ও মাহে রমাদান কিভাবে কাটছে জানতে চাইলে তিনি জানান, মাহে রমাদানকে বলা হয় ইবাদতের বসন্তকাল। ধর্মপ্রাণ, ক্ষমাপিপাসু মুসলমানগণ এই মাসের অপেক্ষায় থাকে বাকী ১১মাস। বিশেষত হাফেজ সাহেবগণ ফজিলতপূর্ণ এই মাসের অপেক্ষায় অধীর আগ্রহে প্রহর গুণে। আসলে তারাবী পড়ানোর অনুভূতি বলে বা লিখে প্রকাশ করার মতো না। তারাবীহ হচ্ছে আবেগ,ভালোলাগা ও ভালোবাসার একটা বিশেষ জায়গা যেখানে তিলাওয়াতের মধ‍্য দিয়ে হাফেজগণ এক পরম তৃপ্তি অনুভব করেন। আমার কাছে রমজানের প্রতিটা মহুর্তই উপভোগ‍্য মনে হয়।নামাজ, জিকির,সাহরী,ইফতার বিশেষকরে সালাতুত তারাবী, কিয়ামুল লাইল কোনটাই কোনটার চেয়ে কম গুরুত্বপূর্ণ নয়। মহান রবের দরবারে অযুত-নিযুত শুকরিয়া যে, তিনি আমাকে বছরের এই সময়টাতে দুনিয়ার সকল কর্মব‍্যস্ততাকে পাশ কাটিয়ে তার সন্তুষ্টির উদ্দেশ‍্যে একান্তে কিছু সময় কাটানোর সুযোগ করে দেন। মুসল্লীদের হৃদয় নিঙরানো ভালোবাসায় আপ্লুত হয়েছি বহুবার। কুরআনকে আমৃত‍্যু বুকে ধারণ করে তার শিক্ষা ও নির্দেশানুযায়ী আমল করতে পারি তার জন‍‍্য সকলের কাছে দোয়ার মোহতাজ।


হাফেজ ইউসুফ মারজান: অর্থনীতি বিভাগের এই শিক্ষার্থী মরডাঙ্গা সেকান্দারিয়া ফাজিল মাদ্রাসা মসজিদ, রাজবাড়িতে তারাবী পড়াচ্ছেন। রমজান ও তারাবীর অনুভূতি জানতে চাইলে তিনি বলেন মাহে রমজানের বিশেষ একটি আমল হচ্ছে তারাবীহ। রমজানের অফুরন্ত নেয়ামতের স্নিগ্ধ পরশে মুমিন হৃদয়ে বহে বসন্তের ছোঁয়া। কুরান নাযিলের মাসে তার তিলাওয়াত শুনানোর মতো একটি উত্তম কাজে আমাকে কবুল করার জন‍্য মহান রবের দরবারে লাখো কোটি শোকর ও সুজুদ।


হাফেজ হোসাইন আহমাদ : অর্থনীতি বিভাগের আরেক শিক্ষার্থী প্যরিস রোড আবাসিক হাউজিং, মিরপুর-১০ এ তারাবী পড়াচ্ছেন। তারাবীর অনুভূতি সম্পর্কে তার থেকে জানতে চাইলে তিনি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন , কুরআন নাজিলের মাস মাহে রমাদ্বান। এ সময় কুরানের ধ্বনি প্রতিধ্বনিতে মুমিন হৃদে এক শান্তির আবহ বিরাজ করে মসজিদগুলো মূখরিত হয় হাফেজদের সুললিত কন্ঠের তেলাওয়াতে।একজন হাফেজ হিসেবে এই মাসে ইবাদত ও তিলাওয়াতে অনেক বেশি তৃপ্তি অনুভব করি। রবের কাছে আমার ফরিয়াদ,যেন তার সন্তুষ্টি মোতাবেক জীবনটাকে পরিচালনা করার তাওফিক দান করেন( আমিন)


হাফেজ ফারওয়াহ মুহতাদী রাহিব: হিসাববিজ্ঞান বিভাগের এই শিক্ষার্থী তারাবীহ পড়াচ্ছেন লালমাটিয়া কলোনী স্টাফ কোয়ার্টার জামে মসজিদ, আসাদগেইট ঢাকায় । তারাবীহ পড়ানোর অনুভূতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, মাহে রমজানের একটি বিশেষ আমল হচ্ছে তারাবীহ। আল্লাহ তায়ালার কাছে অনেক অ নেক কৃতজ্ঞতা যে, তিনি আমাকে এই বিশেষ আমলের একজন খাদেম হিসেবে কবুল করেছেন। দোয়া চাই যেন আমৃত‍্যু কুরআনের খেদমত করে যেতে পারি।


হাফেজ আহমাদ সাদিক: বাংলা বিভাগের শিক্ষার্থী এ বছর শাহ সুফী নুরুল হক জামে মসজিদ,মহিপাল ফেনী সদরে তারাবীহ পড়াচ্ছেন। তারাবী নিয়ে তার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন মাহে রমাদান কুরআন নাজিলের মাস। কুরআনের সাথে মুমিনের ভালোবাসা বৃদ্ধির মাস। আল্লাহর সাথে বান্দার সেতুবন্ধনের মাস।এ মাসে মানুষ স্বভাবতই কুরানের সংস্পর্শে বেশি আসে। বিশেষ করে হাফেজে কুরআনদের নিকট মাহে রমজান এক আবেগের মাস। মিহরাবের কাছের জায়নামাজে দাড়িয়ে কুরানের পবিত্র আয়াতের তিলাওয়াতে যখন মগ্ন থাকি তখন নিজের তনুমনে জাগে নতুন শিহরণ। হৃদয়জুড়ে অন্যরকম এক অনুভুতি অনুভব হয়। সেই নেয়ামতপূর্ণ অনুভূতিটা যাতে আমার জীবনে আরো দীর্ঘায়িত হয় তার জন্য দোয়া র মোহতাজ।


হাফেজ আব্দুল হাই সিদ্দীকী: ইসলাম শিক্ষা বিভাগের এই শিক্ষার্থী, চন্দনবাড়ি ইসলামিয়া দাখিল মাদ্রাসা মসজিদ পঞ্চগড়ে তারাবী পড়াচ্ছেন। তারাবী ও রমজানের অনুভূতি সম্পর্কে তিনি বলেন কুরানের সুমধূর বাণী তেলাওয়াতে যে শান্তি ও তৃপ্তি পাওয়া যায় তা আর কিছুতেই পাওয়া সম্ভব না। তারাবী কেন্দ্রিক তেলাওয়াতে যে আবহ ও আমেজ তা সারাবছর সবার জীবনে প্রতিফলিত হোক ।  


হাফেজ মাহদীউজ্জান মাহমুদ : দর্শন বিভাগের এই শিক্ষার্থী ফরিদপুর সদরের কোমরপুর মিয়াবাড়ি জামে মসজিদে তারাবী পড়াচ্ছেন। তিনি বলেন একজন হাফেজে কুরআন হিসেবে নিজেকে সবসময় গর্বিত বোধকরি আর রমজানে খতমে তারাবী পড়ানো টা হাফেজদের জন‍্য একটা সৌভাগ্যের বিষয়। এবিশেষ নেয়ামত দান করার জন‍্য রাব্বে কারীমের প্রতি অশেষ শুকরিয়া।


হাফেজ মুজাহিদুল ইসলাম : ইসলাম শিক্ষা বিভাগের এই শিক্ষার্থী পলাশ কাঠালিয়া পাড়া জামে মসজিদ,নরসিংদীতে তারাবী পড়াচ্ছেন। তারাবীর অনুভূতি জানতে চাইলে তিনি জানান , আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে তিনি রমজানে তারাবীহ পড়ানোর সুযোগ করে দিয়েছেন । ফজিলত ও বরকতে পরিপূর্ণ মাহে রমাদান। আসলে রমজানে তারাবী পড়ানোর অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। এই প্রশান্তি পৃথিবীর অন‍্য কোথাও পাওয়া সম্ভব না। আল্লাহ তায়ালা আমাদের এই খিদমাহকে কবুল করুক (আমিন

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024