আজ পবিত্র লাইলাতুক কদর। হাজার মাসের চেয়েও সর্বশ্রেষ্ঠ রাত। মহা মহিমাম্বিত এই রাত মুমিন মুসলমানের জন্য আল্লাহ প্রদত্ত সেরা নিয়ামত।


মাহে রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদর করা হয়। মহা নবী (সঃ) রমজানের শেষ দশকের বেজোড় রাতে লাইলাতুল কদর তালাশ করার জোর তাগিদ দিয়েছেন।

পবিত্র কোরআন শরীফে মহান আল্লাহ এই রাতের মাহাত্ম্য বর্নণা করে 'লাইলাতুল কদর' নামেএকটি পূর্ণাঙ্গ সুরা নাহিল করেছেন।


রমজান মাসের ২৬ তারিখ দিবাগত রাতে লাইলাতুল কদর পালন করা হয়। ধর্মপ্রাণ মুসলমানরা এই রাত্রিতে আল্লাহর ইবাদত বন্দেগিতে  মশগুল থাকেন। নিজের গোনাহ মাফের জন্য আল্লাহর নিকর ক্ষমা প্রার্থনা করেন। মুসলমানরা লাইলাতুল কদর পাওয়ার আশায় যথাযোগ্য মর্যাদায় পালন করে থাকেন।লাইলাতুল কদর   অভাবনীয় মহাসম্মানিত,পরম কাঙ্ক্ষিত,মহামহিমাম্বিত রজনি।


 এ রাতে পৃথিবীর নিকটতম আকাশে  আল্লাহ তাঁর রহমত পূঞ্জিভূত করেন মানুষের প্রার্থনা কবুল করেন। এই রাতে ইবাদত করে আল্লাহর নিকট ক্ষমা চাইলে আল্লাহ বান্দার পূর্বের গোনাহ মাফ করে দেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024