সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬শে মার্চ) বিকালে উপজেলার ১নং ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি ডাকবাংলো মাঠে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রকিব হোসেন রণের আহ্বানে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডোমার উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মোসাব্বের হোসেন মানু। ভোগডাবুড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলজার হোসেনের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন- ১০নং হরিণচড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আজিজুল ইসলাম, ৪নং জোড়াবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মনোয়ার হোসেন, ২নং কেতকীবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ জহুরুল হক প্রামাণিক দিপু, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের জেলা সদস্য হাবিবুল ইসলাম প্রামানিক সাবু, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক জাকির হোসেন আকাশ, আব্দুল মতিন, চিলাহাটি সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি হাকিমুল ইসলাম বসুনিয়া সুফল প্রমুখ‌ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024