|
Date: 2025-03-28 05:00:24 |
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে জেলা কার্যালয়ে দায়িত্বশীলদের দ্বি বার্ষিক পরিকল্পনা বৈঠক ও সাহরি মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানটি জেলার সভাপতি হাফেজ মাওঃ মুহাঃ তাওহীদুল ইসলাম এর সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওঃ বাহাউদ্দীন আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত সভাপতি হাফেজ মাওঃ মুহাঃ তাওহীদুল ইসলাম, সহ সভাপতি মাওঃ শেখ মুহাঃ নাজমুল হাসান, সেক্রেটারি মাওঃ বাহাউদ্দীন আল মামুন সহ জেলা শাখার সকল দায়িত্বশীলবৃন্দ। উক্ত অনুষ্ঠানটি জেলার সভাপতি হাফেজ মাওঃ মুহাঃ তাওহীদুল ইসলাম এর বক্তব্যের মাধ্যমে শুরু হয় তিনি বলেন ইসলামী রাজনীতি করতে রক্ত ঝড়াতে হয় রাসুল সাঃ রক্ত ঝড়িয়েছেন, সাহাবীরা রক্ত ঝড়িয়েছেন আর ইসলামী আন্দোলন বাংলাদেশের রক্ত ঝড়িয়ে পথ চলা শুরু হয়েছে অতএব সকল দায়িত্বশীলদের আল্লাহ তায়ালার রাজি খুশির জন্য দায়িত্ব পালন করার আহবান করেন এবং সকল দায়িত্বশীলদের নিজ নিজ দায়িত্ব বুঝিয়েন দেন।
© Deshchitro 2024