|
Date: 2025-03-28 11:57:51 |
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরও চড়া শুল্ক আরোপের বিষয়ে কানাডা আগামী সপ্তাহে সমুচিত জবাব দিবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এ সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে থাকা দীর্ঘদিনের মিত্রতার সম্পর্ক ‘শেষ’ করারও ঘোষণা দেন তিনি।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ মার্চ) রাজধানী অটোয়ায় অনুষ্ঠিত মন্ত্রীসভার বৈঠক শেষে কার্নি সংবাদকর্মীদের সামনে এসব কথা বলেন বলে জানিয়েছে বিবিসি।
এ বছরের জানুয়ারিতে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউযে ফিরে ডোনাল্ড ট্রাম্প কানাডার সঙ্গে রীতিমতো বাণিজ্যযুদ্ধ শুরু করেছেন। তিনি কানাডার সব পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন, যা শুক্রবার থেকে কার্যকর হতে চলেছে।
সম্প্রতি ট্রাম্প যুক্তরাষ্ট্রে গাড়ি আমদানিতেও ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন, যাতে অন্যান্য দেশের মতো ক্ষতির মুখে পড়বে কানাডাও।
গোটা বিশ্বের সঙ্গে আমেরিকার এই অঘোষিত বাণিজ্যযুদ্ধে কানাডা এবং ইউরোপিয়ান ইউনিয়ন যদি ওয়াশিংটনের ওপর চাপ তৈরি করতে একসাথে কাজ করে, তাহলে তাদের উপর ‘আরও চড়া’ শুল্ক আরোপ করা হবে বলেও ইতোমধ্যে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এসবের প্রতিক্রিয়ায় কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বৃহষ্পতিবার সাংবাদিকদের বলেন, ‘আমেরিকার অযৌক্তিক শুল্ক বসানো বিদ্যমান বাণিজ্য চুক্তি ভঙ্গ করেছে। আমাদের দুই অর্থনৈতিক সহযোগিতার ওপর ভিত্তি করে যুক্তরাষ্ট্রের সঙ্গে থাকা কানাডার পুরোনো সম্পর্ক শেষ হয়ে গেছে।’
কার্নি বলেন, ‘আমাদের অর্থনীতিকে মৌলিকভাবে পুনরায় পরিকল্পনার মাধ্যমে ঢেলে সাজাতে হবে এবং আগামী সপ্তাহে ট্রাম্পের শুল্ক আরোপের জবাব দেবে অটোয়া।’
এদিকে, কানাডার বেসরকারি খাতের বৃহত্তম শ্রমিক ইউনিয়ন ইউনিফরের ন্যাশনাল প্রেসিডেন্ট লানা পেইন বুধবার এক বিবৃতিতে ট্রাম্পের শুল্ক আরোপকে কানাডার অটোমোবাইল কর্মীদের ওপর ‘অন্যায় আক্রমণ’ বলে অভিহিত করেছেন।
এই শুল্ক যুদ্ধের অর্থনৈতিক ধাক্কা প্রতিবেশি দুই দেশের ওপর পড়তে যাচ্ছে বলে আমেরিকনারদের সতর্ক করেছেন পেইন।
এদিকে, বৃহষ্পতিবার এক সংবাদ সম্মেলনে সাউথ কোরিয়ার শিল্পমন্ত্রী আন ডাক জিউন জানান- ট্রাম্প প্রশাসনের আরোপিত ২৫ শতাংশ শুল্ক আরোপের ফলে তাদের যানবাহন নির্মাতারা বড় ধরণের ক্ষতির মুখোমুখি হয়েছে। এপ্রিল মাসেই সাউথ কোরিয়া এ বিষয়ে ব্যবস্থা নেবে বলে জানান তিনি।
জাপান, চায়না এবং জার্মানির সরকার ও গাড়ি শিল্প-সংশ্লিষ্টরা ট্রাম্প প্রশাসনের আরোপিত চড়া শুল্ক নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেছে।
© Deshchitro 2024