পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ঈশ^রগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে চালু হওয়া সুলভ মূল্যের হাটে ২৭ রমজান উপলক্ষ্যে ক্রয় সামর্থ্যহীন রোজাদারদের সুবিধার্থে ১৮টি গরু জবাই করা হয়েছে। আসন্ন ঈদুল ফেতর উপলক্ষ্যে গরিব দুস্থ্য ও সাধারণ মানুষ সুভল মূল্যে গোস্ত ক্রয় করতে পারে সেদিক বিবেচনা করে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলার বিভিন্ন ইসলামি সংগঠন এই আঠারোটি গরু জবাইয়ের উদ্যোগ গ্রহণ করে। এই ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদ জানান, বাজারে সিন্ডিকেটের মাধ্যমে গোস্তের দাম বাড়িয়ে বিক্রি করা হতো। যা ক্রয় সামর্থ্যহীন অসহায় দুস্থ্য ও সাধারণ মানুষের পক্ষে ক্রয় করা সমম্ভ হতো না। দোস্ত অসহায় মানুষের কথা চিন্তা করে এই পশু জবাইয়ের আয়োজন করা হয়েছে। 

বাজারে ঈদ উপলক্ষে ৭/৮শ টাকা কেজি দরে গোস্ত কিনতে হতো। সেক্ষেত্রে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১ কেজি গরুর মাংশের দাম নির্ধারণ করা হয়েছে ৬৫০ টাকা। এছাড়াও  এ হাটে ১ লিটার গাভীর দুধ ৮০ টাকা, ডিম প্রতি হালি ৩০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানা গেছে একজন ক্রেতা সর্বোচ্চ ১ ডজন ডিম, ২ লিটার তেল, গরুর গোস্ত সর্বনি¤œ ২৫০ গ্রাম পর্যন্ত কিনতে পারবে। সুলভ মুল্যে ডিম দুধ গরুর গোস্ত কিনতে পেরে সাধারণ মানুষরা খুশি।

গরুর গোস্ত ক্রয় করতে আসা কাজলি আক্তার (৪০) জানান, উন্নতমানের সুস্থ্য সবল গরুর গোস্ত দামে কম হওয়ায় এ হাট থেকে কিনতে এসেছি। বাজারের দোকান গুলোতে গোস্তের দাম অনেক বেশি। 

অন্য এক ক্রেতা আব্দুল ওয়াহাব (৫০) বলেন, ন্যায্য মূল্য দিয়ে গোস্ত দুধ ডিম কিনতে পেরে আমরা আর্থিকভাবে উপকৃত হয়েছি। রমজানের পরেও বাজারের দোকন গুলোতে সবসময় ন্যায্য মূল্যে পণ্য সামগ্রী বিক্রি করা হয় সেদিকে নজর রাখার জন্য প্রশাসনের প্রতি দাবী জানান। 


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024