|
Date: 2022-12-13 11:57:21 |
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:-ময়মনসিংহের ভালুকা উপজেলা যুবদলের সেক্রেটারি রকিবুল হাসান রাসেলের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা যুবদল। মঙ্গলবার সকালে ভালুকা সরকারি কলেজ গেইট থেকে মিছিলটি বের হয়ে মহাসড়কের বিভিন্ন স্থান পরিদর্শন শেষে পৌরসভার কোর্টবিল্ডিং এলাকায় আলোচনা সভায় মিলিত হয়।
এ সময় বক্তব্য দেন- কামরুজ্জামান তুহিন, কাইয়ূম, কায়সার আহমেদ মুকুল, রাসেল, নান্নু, টুটুল, রনি, জাহাঙ্গীর, আতিক ও পুটন মোল্লাসহ প্রমুখ।
উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর বিএনপির বিভাগীয় গণসমাবেশে অংশগ্রহণের উদ্দেশে যাওয়ার পর ৭ ডিসেম্বর নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে থেকে ভালুকা উপজেলা যুবদলের সেক্রেটারি মো: রকিবুল হাসান রাসেল গ্রেফতার হন।
© Deshchitro 2024