|
Date: 2025-03-28 23:43:32 |
বগুড়ার নন্দীগ্রামে বাসচাপায় শামীমা আক্তার (৩৫) নামে এক (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষিকা নিহত হয়েছেন। শুক্রবার (২৮মার্চ) বিকেল ৫টার দিকে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কুন্দরহাট বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত শামীমা উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের পেং বোনারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষকা হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি ১নং বুড়ইল ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিমের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া থেকে ঈদ মার্কেট করে নন্দীগ্রামের কুন্দারহাট বাসস্ট্যান্ড থেকে ইফতারি কিনে বাড়ির উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে স্বামী আব্দুল হাকিম ও ছেলে সানজিলকে নিয়ে রওনা হচ্ছিলেন। রাস্তা পারাপারের জন্য মহাসড়কে ওঠা মাত্রই বগুড়া গ্রামী সেঞ্চুরি নামের একটি দ্রুতগতির বাস মোটরসাইকেল কে ধাক্কা দিলে মোটরসাইকেল সহ সিটকে পড়ে যায় বিএনপি নেতা আব্দুল হাকিম প্রধান শিক্ষিকা শামীমা ও ছেলে সানজিল। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হয় তিনজন। স্থানীয়রা উদ্ধার করে বগুড়া মেডিকেল নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় শিক্ষিকা শামীমার। ঘটনাস্থলে গুরুতর আহত হওয়া বিএনপি নেতা আব্দুল হাকিম ও ছেলে সাঞ্জিলকে উদ্ধার করে মেডিকেলে ভর্তি করানো হয়। এ বিষয়ে কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি মনোয়ারুজ্জামান বলেন, বগুড়া থেকে ফেরার পথে কুন্দারহাট বাসস্ট্যান্ডে বাস চাপায় এক মহিলার মৃত্যু হয়েছে ও দুইজন গুরুতর আহত হয়েছে। বাস থানা হেফাজতে রয়েছে কিন্তু ঘাতক চালক পালিয়ে গেছে।
© Deshchitro 2024