আশাশুনি উপজেলা কেন্দ্রীয় সমবায় এ্যাসোসিয়েশন (ইউসিসিএ) লিঃ নির্বাচনে চেয়ারম্যান পদে সাবেক চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পুনরায় নির্বাচিত হয়েছেন। মঙ্গরবার (১৩ ডিসেম্বর) বিআরডিবি মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

সকাল ৯টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন করা হয়। ৯৭ জন ভোটারের মধ্যে ৯৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোঃ মনিরুজ্জামান (আনারস প্রতীক) ৪৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী শৈলেন্দ্র নাথ মন্ডল (ছাতা) ৩৫ ভোট ও বুদ্ধদেব সরকার (চেয়ার) ১৭ ভোট পেয়েছেন। ইতিপূর্বে সহ- সভাপতি পদে দিপক কুমার মন্ডল, সদস্য পদে সিদ্ধার্থ গাইন, কামরুল ইসলাম, ইয়াছিন আলী, আঃ মান্নান মোড়ল, আঃ মালেক গাজী ও মনিষ কুমার মন্ডল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনা করেন নির্বাচন কমিটির সভাপতি মোঃ করিমুল হক, সদস্য সঞ্জয় কুমার দত্ত ও রমেন্দু বাছাড়। উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচন চলাকালে বিআরডিবি বর্তমান চেয়ারম্যান আঃ মান্নান, আরডিও বিশ্বজিৎ ঘোষ প্রমুখ কেন্দ্র পরিদর্শন এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনায় সহযোগিতা করেন।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024