|
Date: 2025-03-29 19:16:49 |
আনুষ্ঠানিকভাবে এ বছরের ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে মালয়েশিয়া। দেশটির আকাশে শনিবার (২৯ মার্চ) ঈদের চাঁদ দেখা যায়নি। এতে এ বছর ৩০টি রোজা পালন করবে মালয়েশিয়া। সে হিসেবে আগামী ৩১ মার্চ সোমবার দেশটিতে ঈদ উদযাপন করা হবে।
রোববার (৩০ মার্চ) মালয়েশিয়ার আকাশে খালি চোখে শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে বলে আশা করছে দেশটি।
এদিকে ব্রুনাইও ঈদুল ফিতরের ঘোষণা দিয়েছে। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।
এর আগে পবিত্র ঈদুল ফিতরের দিন ঘোষণা করে অস্ট্রেলিয়া। শনিবার অস্ট্রেলিয়ার ফতোয়া পরিষদ ঘোষণা দেয় দেশটিতে আগামী সোমবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
উল্লেখ্য, ভৌগলিক অবস্থানের কারণে বিশ্বে সবার আগে ঈদের ঘোষণা দিয়ে থাকে অস্ট্রেলিয়া। এ বছর সবার আগে রমজান মাস শুরুর ঘোষণাও দিয়েছিল দেশটি। অস্ট্রেলিয়ায় রমজান শুরু হয় গত ১ মার্চ। সে হিসেবে এ বছর ৩০টি রোজা পালন করছে অস্ট্রেলিয়ার মুসলিমরা।
অন্যদিকে বাংলাদেশের আকাশে রোববার শাওয়াল মাসের চাঁদ দেখা হবে। এদিন সন্ধ্যা ৬টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দেশের কোথাও চাঁদ দেখা গেলে সোমবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। অন্যথায় ১ এপ্রিল (মঙ্গলবার) ঈদ হবে।
© Deshchitro 2024