|
Date: 2025-03-29 19:24:26 |
সাতাশ ই, রমজান শুক্রবার, বরিশাল কমিউনিটি ইন সাউথ কোরিয়ার, উদ্যোগে বরিশালের উজিরপুর এবং বানারীপাড়া এতিম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে সংগঠনটি।
এর আগে বারো, ই রমজান এতিমদের নিয়ে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।
এতিম শিশুদের নিয়ে নানামুখী এই আয়োজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ।এতে এতিমদের যেমন একদিকে সাহায্য হচ্ছে, তেমন সমাজে এতিম শিশুদের প্রতি আমাদের যে দায়িত্ব রয়েছে তা প্রকাশ করে, এমনটি মনে করেন সংগঠনটির উপদেষ্টা সাইদুর রহমান মিঠু।
ঈদ সামগ্রী বিতরণ কাজে সহযোগিতা করে স্থানী সংগঠন, আশারা আলো ফাউন্ডেশন। এ সময় উপস্থিত ছিলো আশার আলো ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মো: রাশেদুল হাসান মহাসিন। তিনি তার বক্তব্যে, বরিশাল কমিউনিটি ইন সাউথ কোরিয়ার, এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বিভিন্ন সংগঠন এবং বিওবানদের এগিয়ে আসার আহবান জানান।
মোহাম্মদ নায়িম মৃধার সঞ্চালনায়, এ সময় আরো বক্তব্য রাখেন, বাইশারি কলেজের অধ্যক্ষ,খলিলুর রহমান শাহাদাৎ।তিনি তার বক্তব্যে বলেন, এতিমদের সাহায্যে সবাই এভবে এগিয়ে আসলে আমাদের সমজে আর কেহ কষ্টে থাকবেনা।
বিতরণ কাজে সহযোগিতায় উপস্থিত ছিলো, আশার আলো ফাউন্ডেশনের উপদেষ্টা মোহাম্মদ আজিজুল মৃধা, উপদেষ্টা ইন:মো:জালিস মাহমুদ, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, সেনা সদস্য মিরাজ মৃধা, আমিরুল ইসলাম ছায়িম এবং মাসুম সাহেব সহ স্থানীয় অনেকেই।
বরিশাল কমিউনিটি ইন সাউথ কোরিয়ার, উদ্যোগে এতিম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণে সমাপনী বক্তব্য রাখেন আশার আলো ফাউন্ডেশনের সভাপতি মো: নিয়াজ মাহমুদ তুহিন।তিনি বরিশাল কমিউনিটি ইন সাউথ কোরিয়ার এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে এমন আয়োজন অব্যাহত রাখার আহবান জানান।
© Deshchitro 2024