২০৩৫ নারী ফুটবল বিশ্বকাপ আয়োজনে পর্তুগাল ও মরক্কোর পাশাপাশি স্পেনও স্বাগতিক হতে চায়। এ কারণে বিডে তারা যৌথভাবে অংশ নিবে বলে নিশ্চিত করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)।


এ সম্পর্কে আরএফইএফ’র সভাপতি রাফায়েল লুজান এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাকর আসর ফিফা বিশ্বকাপে অংশগ্রহণই শুধুমাত্র নারী ফুটবলকে এগিয়ে নিয়ে যাবেনা, বরং সাথে যদি বাড়তি হিসেবে স্বাগতিক হওয়া যায় তবে এর অগ্রসর নিশ্চিত করা যাবে। আমরা বর্তমানে বিষয়টি নিয়ে কাজ করছি।’


সাম্প্রতিক সময়ে নারী ফুটবলকে ঘিরে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে স্পেন তার পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্যে এই বিডে অংশ নিতে চায়।


সাবেক সভাপতি লুইস রুবিয়ালেস ২০২৩ সালের সেপ্টেম্বরে পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন। বিশ্বকাপে তারকা খেলোয়াড় জেনি হারমোসোকে বিশ্বকাপের ফাইনালের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আকস্মিক চুমু দেবার ঘটনা রুবিয়ালেসকে বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার মুখোমুখি করেছিল।


রুবিয়ালেসের পরে পেড্রো রোখা অন্তর্বর্তীকালীন সভাপতির পদ পেয়েছিলেন। কিন্তু নিজের দায়িত্ব থেকে বেরিয়ে তিনি বাড়তি কিছু করে দেখাতে গেলে তাকেও বহিষ্কৃত হতে হয়। এরপর ২০২৪ সালের ডিসেম্বরে লুজান সভাপতি হিসেবে যোগ দেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024