মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের "জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের" আয়োজনে জামালপুর শহরে পুনর্মিলনী, ইফতার  মাহফিলের আয়োজন করা হয়।


২৯ মার্চ (শনিবার) ২০২৫ ইং তারিখে জামালপুরের ইটিং জোন, জিয়া হেলথ কমপ্লেক্সে মাভাবিপ্রবির জামালপুর জেলার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী নিয়ে পুনর্মিলনী ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।


জামালপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের সাবেক সভাপতি, সিএস ই ২য় ব্যাচের শিক্ষার্থী হাসেম আলি বলেন, "আলহামদুলিল্লাহ! মহান আল্লাহর অশেষ রহমতে আমরা পবিত্র মাহে রমজানের এই মহিমান্বিত সময়ে একত্রিত হতে পেরেছি। এই রমজান মাস হচ্ছে আত্মসংযম, ত্যাগ, ধৈর্য ও আল্লাহর নৈকট্য লাভের মাস।

রমজানের সিয়াম আমাদের শুধু ক্ষুধা ও পিপাসা থেকে বিরত রাখে না, বরং আমাদের আত্মিক ও নৈতিক উন্নয়নের পথ দেখায়।"


জামালপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের  সাবেক সভাপতি,  সিএসই ৪র্থ ব্যাচের শিক্ষার্থী রাশেদুল ইসলাম বলেন, "আজকের এই পবিত্র মাহফিলে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। রমজান আমাদের আত্মশুদ্ধি, সংযম এবং ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই মাস শুধু রোজা রাখার জন্যই নয়, বরং একে অপরের পাশে দাঁড়ানোর, দুঃস্থদের সহায়তা করার এবং নৈতিক উন্নতির জন্য একটি অনন্য সুযোগ। আমাদের সংগঠন সবসময় সমাজের কল্যাণে কাজ করে আসছে, আর রমজান আমাদের সেই দায়িত্ববোধকে আরও গভীর করে। আজকের এই ইফতার আয়োজন কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং আমাদের পারস্পরিক ঐক্য ও সহমর্মিতার প্রতিচিত্র।"



উপস্থিত শিক্ষার্থীরা বলেন, "সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও মিলনের অনন্য আয়োজন এই ইফতার মাহফিল।

পবিত্র রমজানের সুমহান বার্তা আমাদের হৃদয়ে জাগ্রত করে সংযম, ভ্রাতৃত্ব ও একতার অনুপম শিক্ষা। এই শুভ মাসে জামালপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদ আয়োজন করছে এক মহতী মিলনমেলা।"


উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জামালপুর জেলার প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024