|
Date: 2025-03-30 21:48:54 |
কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আদর্শ গ্রামে ১৫০টি দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। এই মহতী উদ্যোগটি গ্রহণ করেন সুমাইয়া ট্রাভেলস রফিকুল ইসলাম আল নুর ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সুইডেন প্রবাসী নুর নবী এবং ব্যারিস্টার হারুন আর রশিদ।
উপহার হিসেবে চাল, ডাল, তেল, চিনি, সেমাইসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়, যা অসহায় পরিবারগুলোর জন্য ঈদ আনন্দকে আরও বাড়িয়ে তুলেছে। স্থানীয় বাসিন্দারা জানান, ঈদে এমন উপহার পেয়ে তারা অত্যন্ত খুশি এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আয়োজকদের প্রতি।
এই উদ্যোগের সার্বিক তত্ত্বাবধান করেন মুছাপুর ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল মন্নান এবং পেশাজীবী সংগঠনের সভাপতি মঈনুল হোসেন সহেল। তারা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই এই আয়োজন করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সমাজের বিত্তবানদেরও উচিত এ ধরনের উদ্যোগে এগিয়ে আসা, যাতে দরিদ্র পরিবারগুলোর মুখে হাসি ফোটানো সম্ভব হয়।
© Deshchitro 2024