|
Date: 2025-03-31 13:50:37 |
বাবার হাত ধরে ঈদগাহে যাওয়া শৈশবের সুন্দরতম স্মৃতির একটি। মূলত এক মাস সিয়াম সাধনার পর ঈদের নামাজ আদায় বড়দের জন্য নিয়ামত হলেও, ঈদের আনন্দ পরিপূর্ণ হয়ে ধরা দেয় শিশুদের উদযাপনেই। নতুন জামা, জুতা, টুপি ও হাতঘড়ি পরে পরিবারে ঈদ আনন্দকে বাড়িয়ে দেয় তারা বহু গুণ।
সোমবার (৩১মার্চ২০২৫)কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার দক্ষিণধুরুং ইউনিয়নের গণিহকদার পাড়া জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ পড়তে এই প্রথমবার ঈদ জামাতে এসেছে বাবার হাত ধরে দুই বছর ছুঁই ছুঁই আলিফ মাহমুদ হক। নতুন জামা, জুতা ও হাতঘড়ি পরে দুজেনই সাদা পান্জাবি পায়জামা পড়ে। বেশ হাসিখুশি ও আনন্দিত আলিফ।
‘ঈদ মানে আনন্দ। ঈদ মানেই পরিবারের সঙ্গে ভালো সময় কাটানো। আর পরিবারে শিশুদের হাসি-আনন্দই ঈদের আনন্দ।ঈদের সালাত আদায়ের পর কোলাকুলি করছেন মুসল্লিরা ঈদের সালাত আদায়ের পর কোলাকুলি করছেন মুসল্লিরা।
আলিফের পিতা স্থানীয় সাংবাদকর্মী আজিজ বলেন,ছেলেকে নিয়ে ঈদের নামাজ পড়েছি। এটা আমার জন্য অনেক বড় আনন্দের।
এদিকে উপজেলার অধিকাংশ মসজিদে ঈদুল ফিতরের জামাত শুরু হয়েছে সকাল ৯ টায়। মুসলিম সম্প্রদায়ের মানুষ আজ নতুন পাজামা-পাঞ্জাবি পরে সকাল সকাল বেরিয়ে পড়েন নামাজ আদায় করতে। তাদের সঙ্গে শিশুদের উপস্থিতিও ছিল লক্ষণীয়।
ঈদ মানেই নতুন পোশাক, নতুন টাকার সালামি, বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনের বাসায় বেড়ানো ও ঘোরাঘুরি। এদিন ধর্মপ্রাণ মানুষ নতুন কাপড় ও সুগন্ধি লাগিয়ে ঈদে ঈদের নামাজ পড়েন। পরে একে অপরের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন, আড্ডায় জমে ওঠেন অনেকে। মানুষে মানুষে যত মনোমালিন্য ও হিংসা-বিদ্বেষ থাকুক, সেসব বাধা দূর করে দেয় ঈদ।তবে ধনীদের কাছে ঈদের আনন্দ উপভোগ হয়ে ধরা দিলেও, অনেক গরিবেরর কাছে তা অকল্পনীয় হয়ে থাকে। অনেক শিশু এসব আনন্দ থেকে বঞ্চিত হয় অভাব আর দারিদ্র্যের কারণে।
ইদগাহে আসা একাধিক মুসল্লিরা বলেন, ঈদ মানে নতুন পোশাক ও আনন্দ উদযাপন। মুসলিম জাতির জন্য বছরের দুই আনন্দের দিন আসে। ঈদুল ফিতর তার মধ্যে অন্যতম। আমাদের অতীত কিংবা ভবিষ্যতের যত মনোমালিন্য থাকুক, এদিন বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন ও পরিবার-পরিজন বেশ আনন্দ করবো, এটাই স্বাভাবিক। মুসলিম জাতি দীর্ঘ এক মাস সিয়াম পালনের পর মহান আল্লাহ এই দিনটি দিয়েছেন আনন্দ করা জন্য। এদিন ধনী-গরিব সবাই অনেক আনন্দ করে থাকে।
© Deshchitro 2024