মুন্সি শাহাব উদ্দীন,  বিশেষ প্রতিনিধি।

চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলায় বড়হাতিয়ায় ১লা এপ্রিল মঙ্গলবার খুটির সাথে ধাক্কা লেগেই এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে। সকাল ১১ টায় সেনের হাটের দক্ষিণ পাশে ব্রীজের উপর মর্মান্তিক এই মৃত্যুর ঘটনাটি ঘটে। নিহত বাইক আরোহীর নাম অনিক (১৮)। সে বড়হাতিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নুরুল কবিরের পুত্র।  ঘটনার বিবরণে জানা যায়, বাইক আরোহী অনিক বাইকযোগে সেনের হাট যাবারকালে ব্রীজের উপর উঠলে পাশে থাকা খুটির সাথে ধাক্কা লাগে। অনিক ছিটকে পড়ে রাস্তায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অনিকের এমন মৃত্যুতে আত্বীয় স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024