রাজশাহী জেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদসহ সকল জাতীয়তাবাদী দলের রাজবন্দীর মুক্তির দাবীতে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিএনপি নেতৃবৃন্দ নগরীর সাগরপাড়া বটতলা মোড় হতে বিক্ষোভ মিছিল বের করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সাগরপাড়ার বটতলা মোড়ে ফিরে গিয়ে সেখানে সমাবেশ করেন। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য রোকনুজ্জামান আলম, আলী হোসেন, শাহজাহান আলী, জাকিরুল ইসলাম বিকুল ও চারঘাট উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন, কৃষকদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক আল-আমিন সরকার টিটো, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান স্বজন, সিনিয়র যুগ্ম আহবায়ক ফয়সাল সরকার ডিকো, জেলা তাঁতী দলের আহবায়ক কুতুব উদ্দিন বাদশা, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সৈয়দা রোমেনা হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরফিন কনক। এছাড়াও জেলার বিভিন্ন থানা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ এবং সমর্থকগণ উপস্থিত ছিলেন।


প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এই সরকার পায়ের তলায় আর মাটি নাই। আইন শৃংখলা বাহিনীর উপর ভর করে  চলছে। ঢাকার গণসমাবেশের আগে এই ফ্যাসিস্ট সরকার ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। বিনা উস্কানিতে এবং বিনা কারনে নয়া পল্টনের বিএনপি দলীয় প্রধান কার্যালয়ে সামনে সম্পূর্ন পাকিস্তানীদের মত বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের উপর হামলা চালিয়ে প্রায় শতাধিক নেতৃবৃন্দকে আহত ও একজনকে নিহত করে। এতেও এই সরকারের আজ্ঞাবহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা ক্ষ্যন্ত হয়নি। বিএনপি কার্যালয় তছনছ ও দলের মহাসচিব মির্জা ফখরুর ইসলাম আলমগীর ও মির্জা আব্বাস জিজ্ঞাসাবাদের কথা বলে গভীর রাতে বাড়ি থেকে ডিবি তুলে নিয়ে গিয়ে পরের দিন আটক দেখিয়ে জেলে পাঠিয়েছে।


তিনি বলেন জেল জুলুম করে আর বিএনপি নেতাকর্মীদের থামিয়ে রাখা যাবেনা। যেখানে বাধা সেখানে প্রতিরোধ করার আহ্বান জানান তিনি। সেইসাথে আটককৃত সকল নেতাকর্মীর মুক্তির দাবী করেন তিনি। শেষে আগামী ২৪ তারিখ বিক্ষোভ সমাবেশ সফল করতে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2023