|
Date: 2025-04-02 08:01:16 |
পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিনে দর্শনার্থীদের পদচারণায় মুখরিত সমুদ্র সৈকত কুতুবদিয়া । ঈদের দিন কম হলেও ঈদের দ্বিতীয় দিন থেকে বাড়ছে পর্যটকের সংখ্যা। শিশু-কিশোর থেকে শুরু করে তরুণ-তরুণীসহ নানা বয়সীরা সমুদ্র সৈকতে জড়ো হয়েছেন। মেতেছেন ঈদের আনন্দে।
মঙ্গলবার ( ১ এপ্রিল২০২৫) সকাল থেকে সমুদ্র সৈকতের বায়ুবিদ্যুৎ, বড়ঘোপ বাজার ও বাতিঘরসহ বিভিন্ন পয়েন্টে পর্যটক নামতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে। বিকালে উত্তর ধুরুং থেকে বায়ুবিদ্যুৎ পয়েন্ট পর্যন্ত ৬ কিলোমিটার সমুদ্রসৈকতে বেশি দর্শনার্থী নামেন বলে জানিয়েছেন সৈকতের নিকটবর্তী স্থানীয়রা।
প্রতি বছর ঈদের ছুটিতে ভ্রমণ পিপাসুরা যান্ত্রিক শহরের একটু ক্লান্তি দূর করতে ছুটে আসেন সমুদ্র সৈকতে । ঈদের ছুটিকে কাজে লাগিয়ে অনেকেই প্রিয়জনকে সাথে নিয়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্যে সজ্জিত সাগর কন্যাকে উপভোগ করছেন।আকাশে সাদা মেঘের ভেলা। দক্ষিণের উষ্ণ নির্মল বাতাস, সাগরের নীল জলরাশি । ঈদের ছুটিতে সুমদ্র সৈকতে এসে এসব দৃশ্য উপভোগ করতে পেরে অনেকেই মুগ্ধ। অনেকে প্রিয়জনদের সঙ্গে সৈকতে দাঁড়িয়ে সেলফি তুলে ছড়িয়ে দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। কেউ আবার সৈকতের মুক্ত হাওয়ায় বসে উপভোগ করছেন প্রকৃতি।
© Deshchitro 2024