|
Date: 2025-04-02 17:50:13 |
বহুল আলোচিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দক্ষিণ ঘাটলাবাগ মহিলা দাখিল মাদ্রাসার নবগঠিত এড হক কমিটির সংবর্ধনা ও অভিষেক অনুষ্ঠান মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার দক্ষিণ ঘাটলাবাগ মাদ্রাসায় ২রা এপ্রিল সকাল দশটায় এসএম কামরুজ্জামান এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসা সুপারিন্টেন্ডেন্ট মাওলানা ওমর ফারুক। এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ব্যবসায়ি ও অত্র মাদরাসার এডহক কমিটির সভাপতি আবদুস সাত্তার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক সদস্য নুরুল আমিন, অভিভাবক প্রতিনিধি মোঃ মেসের আলম, আবদুর রহিম মিলন, সাবেক সদস্য মাওঃ বেল্লাল হোসেন, সাবেক সহ সভাপতি মোঃ ইয়াসিন, সাবেক শিক্ষার্থী, সদ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়া সামিয়া ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে মাদ্রাসা কতৃপক্ষ নবগঠিত এডহক কমিটির সদস্যদের ফুল দিয়ে বরন করেন। তারপর জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আমন্ত্রিত অতিথিরা মাদরাসা বিভিন্ন পরামর্শ মূলক বক্তব্য রাখেন।
© Deshchitro 2024