দেশসেরা দ্বীনি বিদ্যাপীঠ তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার যাত্রবাড়ি ও টঙ্গী শাখায় অধ্যয়নরত কিশোরগঞ্জ জেলার বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং শিক্ষকদের নিয়ে প্রথমবারের মতো ঈদ পূনর্মীলনী আয়োজন করেছে মিল্লাত অ্যাসোসিয়েশন কিশোরগঞ্জ।

কিশোরগঞ্জ শহরের শহীদি মসজিদ সংলগ্ন জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ২ এপ্রিল বুধবার সকাল ১০টায় এই অনুষ্ঠান শুরু হয়। এতে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। মিল্লাত অ্যাসোসিয়েশন কিশোরগঞ্জের আয়োজনকে ঘিরে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়

তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী ক্যাম্পাসের বাংলা প্রভাষক জাহাঙ্গির আলমের উদ্যোগে গঠিত এসোসিয়সনের উক্ত অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে ছিলেন একই প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষক মাওলানা ইউসুফ জামিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-৪ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সম্ভাব্য এমপি পদপ্রার্থী এডভোকেট রোকন রেজা শেখ। এছাড়াও বক্তব্য রাখেন ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলার সভাপতি হাসান আল মামুন, ইসলামি বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার সভাপতি মাহমুদুল হাসান মাসুম, এবং মিল্লাত অ্যাসোসিয়েশনের বর্তমান ও সাবেক শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে রেজিস্ট্রেশনকৃতদের মাঝে টি-শার্ট প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষভাগে যোহরের নামাজের পূর্বে উপস্থিত সবাইকে খাবার বিতরণ এবং দোয়া পরিবেশন করা হয়।

এ আয়োজনে অংশগ্রহণকারীরা মিল্লাত অ্যাসোসিয়েশনের ভবিষ্যৎ যাত্রার জন্য তাদের প্রত্যাশা ব্যক্ত করেন।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024