|
Date: 2022-12-13 18:08:00 |
মঙ্গলবার দুপুরে পরিচালিত এক অভিযানে ৬ মামলায় ১৩ হাজার ১০০ টাকা জরিমানা করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
সানকিপাড়া শেষ মোড়ে এক ভবনমালিক অনুমোদিত নকশা অনুযায়ী ভবন নির্মাণ না করায় তাকে ১ মামলায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এবং, জয়নুল আবেদিন পার্কে মোটরসাইকেল নিয়ে প্রবেশ করায় ৫ মামলায় ৩ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া সানকিপাড়ায় ফুটপাতের উপর নির্মিত অবৈধ স্থাপনাও উচ্ছেদ করে ভ্রাম্যমাণ আদালত।
অভিযানকালে স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024