গাইবান্ধায় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে হামলাকারীর বিরুদ্ধে মানববন্ধন। 

সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপি'র সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপ ও তার বাহিনী কর্তৃক যায়যায়দিন পত্রিকার সাংবাদিক আনোয়ার ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার দুপুরে সাঘাটা উপজেলা চত্বরে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকরা পৃথক দুটি ব্যানারে এই আয়োজন করেন। যেখানে সাঘাটা উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা তাদের নিজ দলের সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপের বহিষ্কারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

বক্তারা বলেন, গণমানুষের দল হিসেবে বিএনপি'র যে সম্মান তা সাঘাটা এলাকায় এক তুলীপ এবং তার সন্ত্রাসী বাহিনীর দাঁড়া আজ ধ্বংসের মুখে। ৫ আগস্ট পরবর্তী তার বিরুদ্ধে এর আগে একাধিকবার চাঁদাবাজি, দখল বাণিজ্য, নারী কেলেঙ্কারি আর পদ বাণিজ্যের মত নানা গুরুতর অভিযোগ এসেছে। ইতিমধ্যে উপজেলা বিএনপি'র সিংহভাগ নেতৃবৃন্দ সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপের বিরুদ্ধে অনাস্থা এনে তার বহিষ্কারের দাবি জানিয়ে কেন্দ্রীয় বিএনপি বরাবর অভিযোগও দায়ের করেছেন। মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দরা, অবিলম্বে তার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেন। 

এ সময় উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মঈন প্রধান লাবু, যুগ্ম আহবায়ক যথাক্রমে এনামুল হক শিল্পী, আবুল কালাম আজাদ, আবু হেনা মোস্তফা কামাল মিঠু ও আলাউদ্দিন মন্ডল, উপজেলা যুবদলের আহ্বায়ক আহম্মেদ কবীর শাহীন, যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান, নুরুজ্জামান টিটু ও হারুন আকন্দ, উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক জিল্লুর রহমান, উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক জাহাঙ্গীর কবীর মিঠু ও সদস্য সচিব নিজাম উদ্দিন, উপজেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক শাহ আলম, উপজেলা মহিলা দলের সভাপতি মৌসুমী আক্তার মিষ্টি, সাঘাটা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মিজানুর রহমান মৃদুল, জাতীয়তাবাদী ওলামা দলের উপজেলা আহ্বায়ক আইয়ুব হোসেন, ঢাকা জাতীয় প্রেসক্লাব সদস্য তোফাজ্জল হোসেন , নির্যাতিত সাংবাদিক সাঘাটা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন রানা, বিগত দিনে তুলিপ বাহিনীর দ্বারা নির্যাতিত ভুক্তভোগীরা যথাক্রমে কামালের পাড়া ইউনিয়ন ছাত্রদল সভাপতি আল-আমিন, জুমারবাড়ি ইউনিয়ন যুবদলের সদস্য সচিব স্বপন, ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সাঘাটা প্রেসক্লাবের পেশাদার গণমাধ্যম কর্মীরা।

এদিকে ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুলিপ অভিযোগ করে বলেন, ঈদ উপলক্ষে গত ৩০ মার্চ সাঘাটা মার্কেটের সাদিয়া সু-ষ্টোরে ভাগিনার জন্য জুতা কিনতে আমার বোন সেলি আক্তার তাপসী গেলে তার বোরকার মুখোশ খুলতে জোর করেন ও ইভটিচিং করেন আনোয়ারের ছেলে আরাফাত রহমান পিচ্চু।এরপর বাজারে আমার কিছু লোকজন থাকলে সেই ছেলের সাথে মারামারি হয়।।আনোয়ার শুধু সাংবাদিক নয় সে একজন বিএনপি'র সদস্য তার লোকজনও আমাদের উপর হামলা করে। বিষয়টি উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক ইস্যুতে গড়াচ্ছে। সাঘাটা থানায় একটি ইভটিচিং এর অভিযোগও দিয়েছি আমি।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাদশা আলম বলেন, চেয়ারম্যানের বোনকে ইভটিচিং করার একটি অভিযোগ পেয়েছি। সাংবাদিক আনোয়ার কোন অভিযোগ করেনি এখনো পর্যন্ত। দু পক্ষের অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024