
যাত্রী বেশে উঠে এক অটো ভ্যান চালককে হত্যার মতো মর্মান্তিক ঘটনা ঘটেছে মাদারীপুর জেলার শিবচর উপজেলায়। বুধবার (০২ মার্চ) রাত ৯ টার দিকে ঘটনাটি ঘটেছে উপজেলার কুতুবপুর ইউনিয়নের তালতলা বাজারে। স্থানীয়দের মাধ্যমে জানা গেছে শওকত ঢালী (৩৫) নামের এক যাত্রী যাত্রী বেশে অটো ভ্যানে ওঠেন। তালতলা বাজার সংলগ্ন এলাকায় এসে ভ্যান ডাকাতির উদ্দ্যেশ্যে চালক সাইদ মোল্লা (৭০) কে গলা কেটে হত্যা করে ও পালিয়ে যেতে চেষ্টা করে। এসময় উপস্থিত জনতা ধাওয়া করে ডাকাত কে আটক করে ও উত্তম মধ্যম দেয়। খবর পেয়ে শিবচর থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনা স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়। উপস্থিত জনতা ডাকাতকে ঘটনাস্থলে বিচার করতে চাইলেও প্রশাসন দক্ষতার সাথে তা নিয়ন্ত্রন করে ডাকাতকে গ্রেফতার করে থানা হাজতে প্রেরন করেন। শিবচর থানা সুত্রে জানা গেছে বিষয়টি আমলে নিয়ে মামলা প্রস্তুতির কাজ চলমান আছে।