|
Date: 2025-04-03 17:59:52 |
সাতক্ষীরায় জেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দকে নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকালে সাতক্ষীরা সরকারি কলেজের শহীদ মিনার চত্বরে শিশুতলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সরকারি কলেজ শাখার আয়োজনে অনুষ্ঠিত হয় ঈদ পুনর্মিলনী।
সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিলর শফিকুল আলম বাবুর সঞ্চালনায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহণ করে ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের দিক নির্দেশনামূলক বক্তব্য দেন, বাংলাদেশ জাতীয়তাবাদী সাতক্ষীরা জেলা ছাত্রদলের প্রতিষ্ঠা কালীন যুগ্ম আহবায়ক সরকারি কলেজের সাবেক ভিপি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এড. সৈয়দ ইফতেখার আলী।
সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক আসিফ মাহমুদ রিপনের সভাপতিত্বে ঈদ পুনর্মিলনীতে অংশগ্রহণ করেন এবং বক্তব্য দেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রতিষ্ঠাকালীন সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, ঢাকসুর সাবেক বিজ্ঞান ও প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মোঃ হাবিবুল ইসলাম হাবিব, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এড. মোজাম্মেল হোসেন তোজাম, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম বাবু, সাবেক সভাপতি আবু জাহিদ ডাবলু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান হবি, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ শাহিন, সাবেক সভাপতি তাসকিন আহমেদ চিশতী, সাবেক সভাপতি হাফিজুর রহমান মুকুল, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আর্জেদ, সাবেক সহ-সভাপতি শামিম হেসেন কুরাইশী লাল্টু।
এছাড়া জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শরিফুজ্জামান সজিব, সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, সাবেক যুগ্ম সম্পাদক মির্জা দুদায়েভ মাসুদ খান অর্ঘ সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক সভাপতি হাফিজ আল মাহমুদ লিটু, সাধারণ সম্পাদক আমিনুর মিনু, সাবেক সভাপতি মোঃ আবু তাহের, সাধারণ সম্পাদক আবেদুল হক মুন্না, সাবেক সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক মির্জা রাশেদুজ্জামান রনি, সাতক্ষীরা সিটি কলেজের সাবেক সভাপতি আরিফুর রহমান আলো, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটি যুগ্ম আহবায়ক আরাফাত রহমান রাব্বি, মোঃ ইরফান ফাত্তাহ, রাসেল, আসাদুজ্জামান নয়ন, জুয়েল ইসলাম, শাহরিয়ার ইনতেয়াজ, শিহাবুজ্জামান শিহাব, মাসুদ আলম, শাহাবুদ্দিন মোল্লা সহ সাবেক ও বর্তমান ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024