|
Date: 2025-04-03 21:38:44 |
"
সাতক্ষীরার আনুলিয়ায় নদী ভাঙ্গন পরিদর্শন ও বানভাসিদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরদার। বৃহস্পতিবার (৩ মার্চ) বেলা ১১:৩০ টায় তিনি বিছট ভাঙ্গন পয়েন্ট পরিদর্শন করেন এবং ত্রাণ বিতরণ করেন।
এসময় বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরদার ওয়াপদার নিচে ঘের মালিকদের বসানো অবৈধ পাইপ লাইন অপসারনে মোবাইল কোর্ট পরিচালনা করতে আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়কে নিদর্শনা প্রদান করেন।
সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, মৎস্য ঘের করতে হলে সরকারের সকল নির্দেশনা ও শর্তাবলী মেনে করতে হবে।
পরিদর্শন কালে বাংলাদেশ সেনাবাহিনীর যশোর ক্যান্টনমেন্টের কর্নেল নাবিদ, জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়, পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরা ২ এর নির্বাহী প্রকৌশলী মোঃ সাখাওয়াত হোসেন, সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা জামায়াতের সাবেক আমির হাফেজ মাওঃ মুহাদ্দিস রবিউল বাশার, স্থানীয় ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান আবু দাউদ ঢালী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024