|
Date: 2025-04-03 23:01:08 |
চৌমুহনীর নৃশংস হামলায় মন্দিরে নতুন "বিগ্রহ প্রতিষ্ঠা" জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের মন্দির পরিদর্শন
রিপন মজুমদার নোয়াখালী জেলা প্রতিনিধি
নোয়াখালীর চৌমুহনীতে গত ২০২১ সালের বিভিন্ন মন্দিরে নৃশংস হামলার দিবস উপলক্ষে রাধা মাধব জিউর আখরা "বিগ্রহ প্রতিষ্ঠা" দিবস পালনে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের মন্দির পরিদর্শন করেন। এসময় তারা মন্দির কমিটির সাথে কৌশল বিনিময় করেন। জামাতের নেতৃবৃন্দ মনে করেন এতে হিন্দু মুসলমান ভ্রাতৃত্ব ভালোবাসা আরো দৃঢ় হবে।
এ সময় আখরার সহ-সভাপতি বিনয় কিশোর রায় ও কমিটির সদস্যরা জামায়াত নেতৃবৃন্দকে সাদরে গ্রহণ করে তাদের আখরা পরিদর্শনের জন্য ধন্যবাদ জানান।
বৃহস্পতিবার সন্ধ্যায় আখরা পরিদর্শনে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা সেক্রেটারি ও বেগমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিন।
জেলা জামায়াতের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ও চৌমুহনী বাজারের বিশিষ্ট ব্যবসায়ি নাসিমুল গণি চৌধুরী মহল,
চৌমুহনী শহর শাখার আমীর জসিম উদ্দিন, সেক্রেটারি এডভোকেট মিজানুর রহমান, সহ-সেক্রেটারি মোঃ নুর উদ্দিন, পেশাজীবি ওয়ার্ড সভাপতি ও জামায়াত নেতা নুরুল হোসাইন সহ আরো অনেকে।
© Deshchitro 2024