|
Date: 2022-12-14 02:15:14 |
◾ নিউজ ডেস্ক
গত ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় সমাবেশ থেকে আগামী ২৪ ডিসেম্বর ঢাকায় গণমিছিলের কর্মসূচি দিয়েছিল বিএনপি। একই দিন আওয়ামী লীগের সম্মেলন থাকায় ওই দিন কর্মসূচি পালন না করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। গতকাল মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সদস্য সেলিমা রহমান।
সেলিমা রহমান গণমাধ্যমকে বলেন, ‘২৪ ডিসেম্বর ঢাকায় গণমিছিলের কর্মসূচির তারিখ পরিবর্তন হয়েছে। কিন্তু কর্মসূচির পরবর্তী তারিখ কবে সেটা এখনও জানি না।’ দলটির সূত্র বলছে, সংঘাত এড়াতে বিএনপি ২৪ ডিসেম্বর গণমিছিলের কর্মসূচি পালনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে। ঘোষিত এই কর্মসূচি ২৪ ডিসেম্বরের আগে বা পরে করার সিদ্ধান্ত নিয়েছেন দলের নীতি নির্ধারকেরা। স্থায়ী কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।
গতকাল মঙ্গলবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘২৪ তারিখ আমাদের জাতীয় সম্মেলন, সেদিন কেন প্রোগ্রাম দিয়েছে তারা (বিএনপি) ? সেদিন কেন তাদের কর্মসূচি—আমি জানতে চাই। প্রত্যাহার করুন। সংঘাতের উসকানি দেবেন না।’
© Deshchitro 2024