|
Date: 2025-04-04 14:13:30 |
অদ্য ৩ এপ্রিল ২০২৫ খি. উখিয়া উপজেলাস্থ সোনার পাড়া এলাকার সমাজকল্যাণ ও অরাজনৈতিক সংগঠন 'পূর্ব সোনার পাড়া আদর্শ সামাজিক সংঘ ' এর উদ্যোগে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা ও ঈদ পূণর্মিলনী সফলভাবে সম্পন্ন হয়েছে।
এলাকার যুব সমাজের সার্বিক তত্ত্বাবধানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পাশাপাশি সমাজের সর্বস্তরের গ্রামবাসীর স্বত:ফূর্ত অংশগ্রহণে উক্ত আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হাফেজ মোহাম্মদ জসিম উদ্দিন, সাবেক অর্থ সম্পাদক উখিয়া উপজেলা বিএনপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. রফিক উল্লাহ্ রফিক সাবেক সাংগঠনিক সম্পদক উখিয়া উপজেলা বিএনপি ও চেয়ারম্যান পদ প্রত্যাশী।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ নোমান, সাবেক আহবায়ক জালিয়া পালং ইউনিয়ন যুবদল। উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ দিদারুল আলম, সবেক সভাপতি জালিয়া পালং ইউনিয়ন ছাত্রদল উত্তর শাখা। যুব নেতা জনাব জসিম উদ্দিন প্রমূখ। আলোচনার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন, সংগঠনের সদস্য মোহাম্মদ সামির। শুভেচ্ছো বক্তব্য রাখেন জনাব মাও. মোহাম্মদ জুনাইদ বোগদাদি, পরিচালক ও প্রতিষ্ঠিতা আল হারামাইন মডেল মাদ্রাসা। অন্যান্য অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব জাহাঙ্গীর আলম, উন্নয়ন কর্মী। উক্ত সভায় বক্তাদের বক্তব্যে সমাজের বিভিন্ন উন্নয়নের পরিকল্পনার পাশাপাশি একটি সামগ্রিক ভাবে দেশের উন্নয়নে কাজ করার জন্য এই সংগঠন পরিচালনার পরিকল্পনা ব্যক্ত করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজকর্মী জনাব মো. জাহেদুল আলম।
রাতের প্রীতি ভোজের মধ্যদিয়ে আয়োজনের সমাপ্তি হয়।
© Deshchitro 2024