
নীলফামারীর ডোমারে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন 'সবার পাঠশালা'-এর উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবারও বিভিন্ন মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় ও নার্সিং কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মোট ৮৭ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান সহ 'শিক্ষা সম্মেলন-২০২৫' অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩রা এপ্রিল) সকাল ১০টায় ডোমার নাট্য সমিতি মিলনায়তনে সবার পাঠশালার সভাপতি জয় লালার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা প্রদান ও শিক্ষা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ নাজমুল আলম বিপিএএ।
সবার পাঠশালার অন্যতম সদস্য পারুল আক্তারের সঞ্চালনায় শিক্ষা সম্মেলনে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন- নীলফামারী সরকারি কলেজের প্রভাষক শ্রী কৃষ্ণ অধিকারী।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সহকারী পুলিশ সুপার (ডোমার সার্কেল) নিয়াজ মেহেদী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আখতারুজ্জামান সুমন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোজাফফর আলী, ডোমার নাট্য সমিতির আহ্বায়ক মোঃ মাসুদ বিন আমিন সুমন, সবার পাঠশালার উপদেষ্টা শ্রী বকুল রায়, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আশরাফুল আলম আশরাফ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক সৈয়দ মেহেদী হাসান আশিক, যুগ্ম-আহ্বায়ক মাহির মুহাম্মদ মিলন প্রমুখ।
উল্লেখ্য, 'সবার পাঠশালা' একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন। গত ২০১৭ সালে প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষা, সেবা, মানবতা, খেলাধুলা, সংস্কৃতি, জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করে যাচ্ছে সংগঠনটি।