লালপুরে বিএনপি নেতার বিরুদ্ধে অন্যের জমি নিয়ে ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে জমি নিয়ে বিরোধের জেরে তিনজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে বিএনপি নেতা শামীম হোসেনের বিরুদ্ধে। শুক্রবার (৪ এপ্রিল) সকালে উপজেলার আড়বাব ইউনিয়নের রঘুনাথপুর হাসেমপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন—বিনয় কুমার (৪৫), তার ছেলে সজীব কুমার (২৫) এবং বিপদ কুমারের ছেলে দীপু মন্ডল (৩০)। বর্তমানে তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিনয় কুমার ও তার ভাই নিতাই কুমারের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলছিল, যা আদালতে বিচারাধীন। শুক্রবার সকালে জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। অভিযোগ রয়েছে, এ সময় বিএনপির সাবেক সহ-সভাপতি শামীম হোসেন নিতাই কুমারের পক্ষ নিয়ে প্রতিপক্ষের তিনজনকে কুপিয়ে আহত করেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অভিযুক্ত বিএনপি নেতা শামীম হোসেন বলেন, "আমি দলীয় প্রভাব খাটাইনি, নিতাই একজন অসহায় মানুষ হওয়ায় তার পাশে দাঁড়িয়েছি। তবে ঘটনাটি অনাকাঙ্ক্ষিতভাবে ঘটেছে।" লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক জানান, "সংঘর্ষের ঘটনায় থানায় মামলা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024