|
Date: 2025-04-05 00:57:10 |
মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম।
সন্তান হারানো কতই বেদনাদায়ক বলার বা বুঝার ভাষা নাই। ৪টা এপ্রিল শুক্রবার সুখছড়ি সাইরা পাড়ায় দুপুর ১.৩০ মিনিটের সময় নানার বাড়ীতে বেড়াতে এসে পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়। নিহত শিশুর নাম ফারিহা জন্নাত তনজুম (৮) ও তানজমুল হোসেন রাফি(৭)। তারা সুখছড়ি কামার দীঘি এলাকার প্রবাসী হাসান পারভেছের সন্তান। তারা দুজন নুরানি মাদ্রাসায় অধ্যায়নরত ছিল। সাইরা পাড়ার বাসিন্দা জাহেদ হোসেন জানান, নিহতদের মাতা তসলিমা আক্তার তার দুই সন্তান নিয়ে সাইরা পাড়ায় বাবার বাড়ীতে গত বুধবার ঈদ উপলক্ষে বেড়াতে আসে। শুক্রবার দুপুরে সকলের অজ্ঞাতে তারা দুজন পুকুরে গোসল করতে নামে। কিন্তু পরিবারের লোকজন তাদেরকে দীর্ঘক্ষণ খুঁজাখুঁজি করে দেখতে না পেয়ে পুকুরে তল্লাশি করে। সেখানে ডুবন্ত অবস্থায় শিশু দুটিকে উদ্ধার করে সরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত্যু ঘোষনা করেন। চিকিৎসক জানান হাসপাতালে আনার আগেই শিশু দুটির মৃত্যু হয়। অবুঝ এই দুই শিশু সন্তানের এমন মর্মান্তিক মৃত্যুতে আত্বীয় স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
© Deshchitro 2024