সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য ওমেন্স এচিভার্স অ্যাওয়ার্ড পেলেন একটিভ কমিউনিকেশনের ফাউন্ডার এন্ড সিও নীলুফা আলম পপি। প্রতিবছর ঢাকা টেক্সটাইল এন্ড গার্মেন্টস এক্সিবিশনে ২৫ টি বিভিন্ন দেশের বিভিন্ন সৃষ্টি সিস্টার কনসার্নের প্যাভিলিয়ন তৈরি করে নিলুফার আলম পপি সিইও এন্ড ফাউন্ডার একটিভ কমিউনিকেশন এবং তার টিম।


এছাড় অ্যাক্টিভ কমিউনিকেশন কাজের অভিজ্ঞতা লাখ লাখ ছেলে-মেয়ে স্টুডেন্টরা কাজের সুযোগ পেয়েছে নীলুপার একটিভ কমিউনিকেশন প্রতিষ্ঠান থেকে। অ্যাওয়ার্ড পেয়ে নিলুফা বলেন, সব সময় মানুষের জন্য কাজ করে যাওয়াটাই আমার ভালোলাগা। মানুষের মাঝেই আমি ভালোলাগা খুঁজে পাই। আমি সবসময় চেষ্টা করি মানুষের পাশে দাঁড়ানো সমাজের পাশে দাঁড়ানো। সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফুটাতে পারলেই নিজেকে ধন্য মনে হয়।


তিনি বলেন আগামীতেও আমি সুবিধা বলছি তো মানুষের জন্য কিছু করার চেষ্টা অব্যাহত রাখবো এবং দেশ গড়ার কাজে নিয়োজিত থাকবো।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024