সুনামগঞ্জের দোয়ারাবাজারে আওয়ামীলীগ নেতা ফারুক মাষ্টারকে গ্রেফতার করেছে পুলিশ।


শুক্রবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার বাংলাবাজার এলাকা থেকে তাকে আটক করে দোয়ারাবাজার থানা পুলিশ।


বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক।


আওয়ামীলীগ নেতা ফারুক আহমদ (৪৪) তিনি বাংলাবাজার ইউনিয়নের কলাউড়া গ্রামের মৃত তৈয়ব আলী’র পুত্র ও ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি।


স্থানীয় সূত্রে জানা যায়,আওয়ামিলীগ নেতা ফারুক আহমদ বিগত দিনে স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের আমলে ক্ষমতার প্রভাব কাটিয়ে এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে মিথ্যা মামলা দিয়ে জেল জুলুম করেছেন। জামায়াত-বিএনপির রাজনীতির সাথে জড়িত পরিবারের সন্তানদের স্কুল মাদ্রাসায় লেখাপড়ার সুযোগ থেকে বঞ্চিত করতেন। তার ক্ষমতার প্রভাবে বিএনপি -জামায়াতের পরিবারের সন্তানেরা স্কুল-মাদ্রাসায় ভর্তি হওয়ার সুযোগ পেতোনা। যারা ভর্তি হতেন তাদেরকে ওই প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করা ছিলো তার কাজ।


বিগত ২০১৮ সালের সংসদ নির্বাচন পরবর্তী সময়ে বাংলাবাজার ইউনিয়নের কলাউড়া গ্রামে বাড়ীঘরে হামলা,ভাংচুর, লুটপাট ও বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের হত্যার হুমকিদাতা আওয়ামীলীগের নেতা ফারুক আহমদ (মাষ্টার)।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024