|
Date: 2022-12-14 04:28:41 |
সাতক্ষীরা তালা উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস-২০২২ এর আলোচনা সভা স্থানীয় শিল্পকলা একাডেমী মিলনাতনে বুধবার সকাল ১১টায় তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি জননেতা শেখ নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা পরিষদের ভাইচ- চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান,মহিলা ভাইচ- চেয়ারম্যান মৃরশিদা পারভীন পাপড়ী,তালা থানার অফিসার ইনচার্জ চৌধুরী রেজাউল ইসলাম, তালা মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ এনামুল হক। এছাড়া উপস্থিত ছিলেন তালা উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুর রশিদ,তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি মিলন রায়সহ বিভিন্ন প্রতিষ্টানের সরকারী কর্মকর্তা বৃন্দ। আলোচনা সভার পূর্বে শহীদ বেধীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তালা উপজেলা আওয়ামীলীগ,তালা উপজেলা প্রশাসন,তালা থানা,পাটকেলাঘাটা থানা,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ,উপজেলা ক্রীড়া সংস্থাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান।
© Deshchitro 2024