|
Date: 2025-04-05 21:29:05 |
যশোরের অভয়নগরে মুহাম্মদ আকরাম হোসেন সরদার ৭২ বছর বয়সে বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ডের সম্মিলিত জাতীয় সংস্থা আল- হাইআতুল উলয়া লিল-জামি'আতিল কওমিয়া বাংলাদেশের অধীনে ২০২৫ ঈসায়ী সালে নওয়াপাড়ার ঐতিহ্যবাহী বহুমুখী শিক্ষা প্রতিষ্ঠান মাদরাসা ইহ্ইয়াউল উলূম আল-ইসলামিয়ার তত্ত্বাবধানে পরিচালিত আসসুফফা বয়স্ক মাদরাসা থেকে দাওরা হাদীস (মাস্টার্স)পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে দাওরা হাদীস ডিগ্রি অর্জন করেছেন। অদম্য ইচ্ছা ও আগ্রহ থাকলে শেষ বয়সেও পড়াশোনা করে আলেম হওয়া যায় তার দৃষ্টান্ত স্থাপন করলেন মাওলানা আকরাম হোসেন সরদার ও তার বয়স্ক সহপাঠী ছাত্রবৃন্দ।
বয়স্ক সহপাঠীদের মধ্যে ডাক্তার খান আলী আহমদ এর বয়স ৬৫ বছর, এটিএম তরিকুল ইসলাম মিলন এর বয়স ৫০ বছর, এবং চল্লিশোর্ধো বয়সী মোঃ হাফিজুর রহমান ও মোঃ জুলফিকার আলী এরশাদ সহ বয়স্ক শিক্ষার্থীবৃন্দ। অনুসন্ধানে জানা যায় ২০১৭ ঈসায়ী সনে নওয়াপাড়ার বিশিষ্ট আলেম, অনেক দ্বীনী প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল হযরত মাওলানা মাসুম বিল্লাহর সরাসরি তত্ত্বাবধানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, কলেজের প্রিন্সিপাল, অধ্যাপক, ব্যবসায়ী, তবলীগের সাথী সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার প্রায় ৫০ জন শিক্ষার্থী পবিত্র কুরআনুল কারীমের সবক গ্রহণের মাধ্যমে আলেম হওয়ার মিশন শুরু করেন। নৈশকালীন কোর্সে দীর্ঘ ৭ বছর অক্লান্ত পরিশ্রম করে কওমী মাদরাসা শিক্ষা বোর্ডের ৪৭ তম কেন্দ্রীয় পরীক্ষায় ফজিলত মারহালায় (স্নাতক স্তরে) কৃতিত্বের সাথে উত্তীর্ণ হওয়ার পর পূর্ণ এক বছর দাওরা হাদীসের দরস গ্রহণ করেন। নিয়মিত মুহাদ্দিসীনদের দারসের পাশাপাশি আরো যেসব মনীষীর নিকট হাদিসের পাঠ গ্রহণ করেছেন তন্মধ্যে বিখ্যাত ইসলামিক স্কলার ও শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, জামিয়া রহমানিয়ার মুহাদ্দিস ও বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহাসচিব আল্লামা মাহফুজুল হক, মুফতি আশরাফুজ্জামান,মাওলানা শফিকুল ইসলাম,মুফতি তাওহিদুল ইসলাম সহ দেশের খ্যাতিমান শাইখুল হাদিসবৃন্দ উল্লেখযোগ্য। মাস্টার্স পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অনুভূতি জানতে গেলে তারা জানান ইহ্ইয়াউল উলূমের (উলামানগর মাদরাসা) নবীন একঝাঁক উলামায়ে কেরামের বিরতিহীন মেহনতে আলেম হতে পেরেছি তাই প্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করছি অতঃপর প্রিন্সিপাল মাওলানা মাসুম বিল্লাহ ও উস্তাদদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। কৃতি শিক্ষার্থীদের সাফল্যে তাদেরকে অভিনন্দন জানিয়েছেন মাদরাসার প্রিন্সিপাল, শিক্ষকমন্ডলী ও সমাজের বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট জনেরা ইহ্ইয়াউল উলূম (উলামানগর মাদরাসাটি) প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই বয়স্ক শিক্ষা,স্কুলগামী শিক্ষার্থীদের ফরজিয়াতে দ্বীন শিক্ষা কোর্স পরিচালনা, মহিলাদের জন্য কুরআন শিক্ষার বিশেষ ক্লাস সহ সামাজিক খেদমতের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে দ্বীনি বহুমুখী খেদমত আঞ্জাম দিয়ে আসছে। তাছাড়া বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকেও ধারাবাহিক কৃতিত্বের স্বাক্ষর রেখে এ বছরও কিতাব বিভাগে একাধিক মেধাস্থান অর্জন করার পাশাপাশি নির্ধারিত জোনে সারা দেশের মধ্যে হিফয পরীক্ষায় প্রথম স্থান অর্জন করার গৌরব লাভ করেছে প্রতিষ্ঠানটি। করোণাকালীন সময়ে কাফন-দাফনের ব্যবস্থা, দুর্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ, অসহায় ও দুঃস্থদের মাঝে কোরবানির গোশত বিতরণ সহ নানামুখী সামাজিক সেবায় এতদাঞ্চলের আস্থার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মাওলানা মাসুম বিল্লাহর নিকট তাদের বয়স্ক ছাত্রদের সাফল্যের বিষয়ে জানতে চাইলে তিনিও বয়স্ক ছাত্রদের আলেম হতে যেসব ওস্তাদ মুরব্বি, মাদ্রাসার শিক্ষা, উন্নয়ন ও কার্যনির্বাহী কমিটির সদস্য বৃন্দ, মাদ্রাসার হিতাকাঙ্খী, শুভাকাঙ্ক্ষী, বুনিয়াদি সদস্য সহ সকল স্তরের দাতা সদস্যের জন্য সকলের নিকট দোয়া ও প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
© Deshchitro 2024