পবিত্র ঈদ-উল-ফিতরকে কেন্দ্র করে দেশের ৬৪ জেলা ঘুরে দেখার দৃঢ় প্রত্যয় নিয়ে মোটরসাইকেলে যাত্রা শুরু করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক তরুণ শিক্ষার্থী। বাংলার প্রকৃতি, সংস্কৃতি ও সৌন্দর্যকে কাছ থেকে দেখার আকাঙ্ক্ষা নিয়ে ছুটে চলেছেন শহর থেকে গ্রামান্তর, পথ থেকে প্রান্তরে। মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহাদাত তানভীর রাফি গত মঙ্গলবার (১ এপ্রিল) কুমিল্লা সার্কিট হাউস থেকে তার এই ব্যতিক্রমধর্মী যাত্রার সূচনা করেন।


এ পর্যন্ত তিনি ২৪টি জেলা ঘুরে ফেলেছেন। রাফি কুমিল্লা বিশ্ববিদ্যালয় ট্রাভেলার্স সোসাইটির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। ২০২০ সাল থেকেই বাইক রাইডিংয়ের সঙ্গে যুক্ত রাফি ধীরে ধীরে এই অভ্যাসকে জীবনের এক গভীর প্যাশনে পরিণত করেছেন। ২০২১ সালের ১৬ ডিসেম্বর টেকনাফ থেকে তেতুলিয়া বাইক রাইডের মাধ্যমে তিনি প্রথমবারের মতো বড় কোনো রাইডিং অভিজ্ঞতা অর্জন করেন। নিজের স্বপ্ন ও অনুভূতি প্রকাশ করে রাফি বলেন, “রাইডারদের কিছু স্বপ্ন থাকে—আমার টিটি (টেকনাফ থেকে তেতুলিয়া) ভ্রমণ ছিল তার একটি। এবার ৬৪ জেলার উদ্দেশ্যে বের হয়েছি।”


বাংলাদেশের প্রতি ভালোবাসা ও আবেগ প্রকাশ করে তিনি বলেন, “আমার জন্মভূমি বাংলাদেশ—নৈসর্গিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি। মনে হয়, যেন কোনো শিল্পীর তুলিতে আঁকা এক রূপকথার দেশ। এই সৌন্দর্য কাছ থেকে দেখতে চাওয়ার তাগিদেই আমি রাস্তায় নেমেছি।”


দীর্ঘ যাত্রায় কী ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে জানতে চাইলে রাফি বলেন, “রাতে থাকার বিষয়টি একটু কষ্টকর। তবে আমাদের বাইকারস কমিউনিটি থাকা ও খাওয়ার ব্যবস্থায় সহযোগিতা করছে। আমি রাতে বাইক চালাই না, কারণ ৫ আগস্টের ঘটনার পর থেকে রাতে চলাচল কিছুটা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে।” এই যাত্রায় রাফির সঙ্গে আছেন তার গ্রুপের অ্যাডমিনও। আগামী ১৪ এপ্রিলের মধ্যে ১৩ দিনের এই অভিযাত্রা শেষ করার লক্ষ্য রয়েছে তাদের।

ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানতে চাইলে রাফি বলেন, “পরবর্তীতে ভারতের লাদাখ ভ্রমণের ইচ্ছা আছে।”
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024