কাঠের তৈরী জিপ গাড়ি নির্মানের এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন যশোর জেলার অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের ধূলগ্রামের লুৎফর রহমানের ছেলে বি,এম আসলাম হোসেন।

তিনি পেশায় একজন টাইস মিস্ত্রি, যিনি নিজের সন্তাদের মাদ্রাসায় নিয়ে যাওয়া আসার জন্য নিজ হাতেই বানিয়েছেন কাঠের একটি জিপ গাড়ি। এটাই যেন তার উদ্যম এবং সাহসিকতার এক দৃষ্টান্ত। নিজের প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই, শুধুমাত্র শখ আর একান্ত প্রচেষ্টায়, তিনি তৈরি করেছেন একটি কাঠের জিপ গাড়ি, যা এলাকায় সবার মন জয় করেছে। তার এই চমকপ্রদ উদ্ভাবন এলাকাবাসীর কাছে হয়ে উঠেছে এক নতুন উৎসাহের উৎস।

দেখা যায় নিজ সন্তানদের বহনকারী কাঠের গাড়িটি সিদ্দিপাশা নুরানি কওমী মাদ্রাসায় অবস্থান করছে, সে-সময় তিনি বলেন,  আমার তেমন আর্থিক সচ্ছলতা নেই,"যদি আমাকে আরও উৎসাহ এবং সহযোগিতা দেওয়া হয়, তবে আমি দেশের জন্য  আরো কিছু করতে পারব।"  সত্যিই, তার এই উদ্যোগ এক নতুন দিগন্তের সূচনা হতে পারে। তাঁর এই সৃষ্টি শুধু একাধিকার শখ নয়, বরং মানুষের উদ্ভাবনী শক্তির এক অসীম সম্ভাবনার চিত্র।তার এই কাঠের গাড়িটি দেখার জন্য নিয়মিত ভিড় জমাচ্ছেন দূর দূরান্ত থেকে আশা উৎসুক জনতা। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024