|
Date: 2025-04-06 21:28:38 |
রবিবার (০৬ এপ্রিল২০২৫) বিকালে শাজাহানপুর উপজেলার বি-ব্লক এলাকায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৮ মণ পলিথিন জব্দ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তাইফুর রহমান।
প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ মিকাইল হোসাইন।
অভিযান পরিচালনাকালে সহযোগিতা করেন থানার পুলিশ সহ জেলা পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ। তল্লাস চলাকালীন সময়ে আটো রিক্সায় প্রায় ৮ মণ পলিথিন জব্দ করা হয়। এ ঘটনায় বগুড়া সদর সাবগ্রামের আটো রিক্সা চালক কায়েছ উদ্দিন (৪০) কে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (২০১০ সংশোধন) এর ৬ (ক)ধারায় নগদ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত পলিথিন পরিবেশ অধিদপ্তরে সংরক্ষণ করার নির্দেশ দেয়া হয়েছে।
© Deshchitro 2024