নীলফামারীর ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নে ডোমার-চিলাহাটি প্রধান সড়কের সংস্কারকাজ দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ই এপ্রিল) সকাল ১১টায় উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মির্জাগঞ্জ মহাবিদ্যালয় মোড়ে ভুক্তভোগী সাধারণ জনগণের ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, সাধারণ শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন- মির্জাগঞ্জ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আনোয়ার হামিদ, মির্জাগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএসএম আব্দুল কাদের, ডোমার আইডিয়াল একাডেমির অধ্যক্ষ মাওলানা মোঃ মোসলেহুদ্দীন শাহ্ কোরাইশী, জেলা হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ আনজারুল হক মিলন, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ তরিকুল ইসলাম তারিক, আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক শাহজাহান সরকার শাওন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের জেলা সদস্য মোঃ সবুজ ইসলাম, উপজেলা যুগ্ম-আহ্বায়ক আনোয়ারুল ইসলাম আনু, ইউনিয়ন জাতীয়তাবাদী তাঁতী দলের সভাপতি মোঃ রাশেদ মান্নান, ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মোঃ নাহিদ হাসান বিপ্লব, ছাত্রদল নেতা মোঃ সজিব সরকার প্রমুখ। ঠিকাদারের দায়িত্ব থাকা সত্ত্বেও সংস্কারাধীন সড়কে নিয়মিত পানি না দেওয়ার কারণে ব্যাপক ধুলো সৃষ্টি হওয়ায় জনজীবনে মারাত্মক প্রভাব ফেলছে বলে অভিযোগ করেন বক্তারা। এছাড়া সড়কটির জরাজীর্ণতার কারণে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটার কথা বলেন তারা। আগামী এক মাসের মধ্যে সড়কটি সংস্কার করা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024