ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর চলমান গণহত্যার বিরুদ্ধে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে ShieldHer অর্গানাইজেশন দৃঢ় সংহতি জানিয়েছে। রবিবার (৬ এপ্রিল) এক বিবৃতিতে সংগঠনটি জানায়, গাজায় ইসরায়েলি বাহিনীর অত্যাচারে নারীরা, শিশুরা, এবং সাধারণ মানুষ নির্মমভাবে প্রাণ হারাচ্ছে। এই গণহত্যার প্রতিবাদে ShieldHer তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পোস্ট এবং ক্যাম্পেইন চালানোর মাধ্যমে ফিলিস্তিনিদের পক্ষে তাদের দৃঢ় অবস্থান তুলে ধরেছে।


সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সিইও আব্দুর রহমান ঈশান বলেন, "ফিলিস্তিনে ঘটে চলা এই মানবাধিকার লঙ্ঘন শুধু ফিলিস্তিনের নয়, বরং সমগ্র মানবজাতির জন্য লজ্জাজনক। আমরা ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে তাদের স্বাধীনতা ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য আওয়াজ তুলছি।"


ShieldHer এর সদস্যরা ৭ এপ্রিল, ২০২৫ তারিখে সারা বিশ্বে অনুষ্ঠিতব্য 'দ্য ওয়ার্ল্ড স্টন্স ফর গাজা' কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করেছে এবং ফিলিস্তিনিদের পক্ষে তাদের কঠোর প্রতিবাদ জানিয়ে আন্তর্জাতিক সমাজকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।


ShieldHer সবসময় নির্যাতিত ও নিপীড়িত মানুষের পক্ষে দাঁড়ানোর জন্য নিজেদের কাজ করে আসছে। ফিলিস্তিনে নারী, শিশু ও সাধারণ মানুষ যে নির্মম হত্যাযজ্ঞের শিকার হচ্ছেন, তা শুধু যুদ্ধ নয়—এটি মানবতাবিরোধী অপরাধ। এই অন্যায়ের বিরুদ্ধে সংগঠনটি সোচ্চার হয়ে ফিলিস্তিনিদের প্রতি তাদের গভীর সহানুভূতি ও সংহতি জানিয়ে বিশ্বব্যাপী এই ঘটনার অবসান চেয়ে এগিয়ে আসছে।


 ShieldHer আশা করছে, বিশ্বের অন্যান্য মানবাধিকার সংগঠনগুলোর মতো বাংলাদেশের তরুণরাও এই ভয়াবহ গণহত্যার বিরুদ্ধে একাত্মতা প্রকাশ করবে এবং সত্য ও ন্যায়ের পক্ষে সোচ্চার হবে।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024