|
Date: 2025-04-07 14:23:40 |
রাজবাড়ীর সাবেক এমপি কে গ্রেফতার ঢাকা মহানগরের গোয়েন্দা পুলিশ।
রাজবাড়ী
জেলা আওয়ামী লিগের সভাপতি ও আওয়ামী লীগের রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি ও
সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে ঢাকা থেকে গ্রেফতারের পর আজ
সোমবার রাজবাড়ীর আদালতে আনা হয়েছে। এর আগে, গতকাল রবিবার রাতে ঢাকা
মহানগরের গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে মহাখালী এলাকা থেকে গ্রেফতার করে।
বিষয়টি
নিশ্চিত করে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শরীফ আল
রাজীব বলেন, ‘সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীকে আজ সকালে রাজবাড়ীতে আনা
হয়েছে। গতকাল রাতে তাকে গ্রেফতারের বিষয়টি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ
নিশ্চিত করে। পরে রাজবাড়ী থেকে পুলিশের একটি দল তাকে আনতে ঢাকায় যায়। কাজী
কেরামত আলীর বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে
শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে মামলা আছে।’
পুলিশ জানায়, গত বছর
৩১ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা রাজীব মোল্লা বাদী হয়ে
মামলা করেন। ওই মামলায় সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলী, তার ভাই রাজবাড়ী
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীসহ ১৭০ জন নেতাকর্মীকে
আসামি করা হয়। এ ছাড়া ওই মামলায় আরও অন্তত ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
রাজবাড়ী
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহমুদুর রহমান বলেন,
‘কাজী কেরামত আলীর বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় শিক্ষার্থীদের ওপর হামলার
ঘটনায় একটি মামলা রয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো
হয়েছে। কিছুক্ষণ পর আদালতে শুনানি কার্যক্রম শুরু হবে।’
© Deshchitro 2024