|
Date: 2025-04-07 15:47:52 |
রাজবাড়ীর গোয়লন্দে পুলিশের অভিযানে তিন চাঁদাবাজসহ মাদক কারবারী গ্রেফতার।
রাজবাড়ীর
জেলার গোয়ালন্দ ঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে তিন চাদাবাঁজ সহ এক মাদক
কারবারী কে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
রাজবাড়ীর
গোয়ালন্দে বিশেষ অভিযান চালিয়ে ঝিনাইদহের একটি ইজিবাইক ও চাঁদার নগদ ১১
হাজার ৩০০ টাকা সহ তিনজনকে আটক করেছে গোয়ালন্দঘাট থানা পুলিশ।
সোমবার
(৭ এপ্রিল )রাত বারোটার সময় রাজবাড়ী জেলার গোয়লন্দ উপজেলার চর মহিদাপুর
বালু চরের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় চর মহিদাপুর তিন রাস্তার মোড়ে পৌছালে
রাস্তার পাশে একটি মুদি দোকানের সামনে থেকে স্থানীয় লোকজন সবুজ আলী (২৭)
নামে যুবকে উদ্ধার করে এবং তিন চাঁদাবাজকে পুলিশের সাহায্যে আটক করে।
আটকৃতরা
হলো, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৫ নং ওয়ার্ড আইনুদ্দিন বেপারীর পাড়ার
লুৎফর বেপারীর ছেলে সাহিদুল ইসলাম(২৯),দৌলতদিয়া সামচু মাষ্টার পাড়া মনজুরা
ছেলে সুমন মন্ডল (২৯), ঝিনাইদহ জেলার নারায়নপুর গ্রামের জালাল বিশ্বাসের
ছেলে নাজমুল হোসেন (৩০)।
অপর এক অভিযানে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার
দৌলতদিয়া স্টেশন রোড সংলগ্ন এশিয়া বোডিং এর সামনে থেকে মাদককারবারী নাসির
খান (২৭) কে পঞ্চাশ পুরিয়া হেরোইনসহ গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃত মাদককারবারী উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সোহরাব মন্ডল পাড়ার মোঃ শাজাহান খানের ছেলে মোঃ নাসির খান (২৭)।
থানা
পুলিশ জানায়, এসআই (নিঃ) মোঃ রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ রবিরার রাত
দশটা পয়ঁতাল্লিশ মিনিটের সময় দৌলতদিয়া স্টেশন রোড সংলগ্ন এশিয়া বোডিং এর
সামনে থেকে উপরোক্ত আসামীকে ৫০ পুড়িয়া হেরোইন সহ আটক করা হয়।
এ
বিষয়ে গোয়ালন্দ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান,উক্ত
ঘটনা গুলোর গোয়ালন্দ ঘাট থানায় নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ
করা হয়েছে।
© Deshchitro 2024