|
Date: 2025-04-07 16:19:00 |
পশ্চিম সুন্দরবনে মধু আহরণ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান
রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সুন্দরবন পশ্চিম বনবিভাগ সাতক্ষীরারেঞ্জের আয়োজনে সোমবার (৭ এপ্রিল) সকাল ১১টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন নীলডুমুর সরকারি প্রাইমারী স্কুল চত্তরে মধু আহরণ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মধু আহরণ উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছা ঃ রণী খাতুন। প্রধান অতিথি বক্তব্যে টেকসই পদ্ধতিতে সুন্দরবনের সম্পদ আহরণের কথা বলেন। তিনি সুন্দরবনের গুরুত্ব তুলে ধরে সুন্দরবন সুরক্ষায় সকলকে এগিয়ে আসার আহব্বান জানান।
সুন্দরবন পশ্চিম বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাত, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবীর মোল্যা, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম, সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, ওয়াইল্ডটিমের সমন্বয়কারী মোঃ আবু জাফর, মধু গবেষক মাইনুল আনোয়ার, সোনার বাংলার স্বত্তাধিকারী নাজমুল শাহাদাত পলাশ, এনজিও সমন্বয় পরিষদ সম্পাদক গাজী ইমরান, মৌয়াল আবু মুছা, ফ্রেন্ডশিপ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন সুন্দরবন সাতক্ষীরারেঞ্জের সহকারী বন সংরক্ষক মোঃ মশিউর রহমান।
অনুষ্ঠানে মৌয়ালদের উদ্দেশ্যে দোয়া ও মোনাজাত অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ রেজাউল করিম।
অনুষ্ঠানে জানানো হয় ২০২৩-২৪ অর্থ বছরে ৩৬৪টি পাশের মাধ্যমে ২৪৭০ জন মৌয়াল সুন্দরবনে মধু সংগ্রহ করেন ১২৩৫ কুইন্টাল এবং মোম সংগ্রহ করেন ৩৭০.৫০ কুইন্টাল। ২০২২-২৩ অর্থ বছরে সুন্দরবন থেকে ২৯০টি পাশের মাধ্যমে ২০৪৬ জন মৌয়াল সুন্দরবনে প্রবেশ করে মধু সংগ্রহ করেন ১০২৩ কুইন্টাল ও মোম সংগ্রহ করেন ৩০৬.৯০ কুইন্টাল।
উল্লেখ্য যে, প্রতিবছর ১ এপ্রিল মধু আহরণ উৎসবের উদ্বোধন করা হয়। কিন্ত এবার পবিত্র ঈদুল ফিতরের কারণে ৭ এপ্রিল করা হয়েছে। তবে ১ এপ্রিল মৌয়ালদের কয়েকটি পাশ দেওয়া হয়েছে মধু সংগ্রহের জন্য।
ছবি- সুন্দরবন পশ্চিম বনবিভাগের সাতক্ষীরারেঞ্জে মধু আহরণ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী অফিসার রণী খাতুন।
© Deshchitro 2024