|
Date: 2025-04-07 19:44:30 |
ফিলিস্তিনে মুসলিমদের ওপর ইসরায়েলের বর্বর হামলা ও মোদি সরকারের মদদে ভারতীয় মুসলিম নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন তালা উপজেলার পাটকেলঘাটার সর্বস্তরের তৌহিদী জনতা।
সোমবার (৭ এপ্রিল ) বিকাল ৫ টায় তালা উপজেলার পাটকেলঘাটা বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পাঁচ রাস্তা মোড় এসে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিলটি শেষ হয়।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা ‘ফ্রি ফ্রি ফিলিস্তিন’; ‘দুনিয়ার মজলুম এক হও লড়াই করো’; ‘ বদরের হাতিয়ার, গর্জে উঠো আরেকবার’; ‘বিশ্ব মুসলিম ঐক্য গড়, ফিলিস্তিন স্বাধীন করো’সহ ইসরায়েলের হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। এ সময় তাঁদের হাতে হামলার প্রতিবাদে বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।
মিছিল পরবর্তী সমাবেশে মাওলানা ইমরান হোসাইন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, পাটকেলঘাটা সিদ্দিকিয়া কওমিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা মনিরুল ইসলাম। আরো বক্তব্য রাখেন, মাওলানা মইনুদ্দিন বুখারী, মাওলানা সাইফুল্লাহ, মাওলানা হুমায়ুন কবির, হাফেজ শাহ আলম, ছাত্রনেতা আব্দুল্লাহ, মাওলানা রেজাউল করিম, মাওলানা মাহমুদুল হাসান, প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েল গাজা ও রাফা সীমান্তে পাখির মতো গুলি করে ফিলিস্তিনিদের হত্যা করছে, যা মানবাধিকারের চরম লঙ্ঘন। পশ্চিমা বিশ্ব একদিকে মানবতার কথা বললেও, অন্যদিকে ফিলিস্তিনে এই নিপীড়নের বিরুদ্ধে তারা নিরব ভূমিকা পালন করছে। বক্তারা অবিলম্বে ইসরায়েলি গণহত্যা বন্ধের আহ্বান জানান। সাথে সাথেসাথে ইজরায়েলের সকল পণ্য বয়কটর আহ্বান জানান।
ভারতের কড়া সমালোচনা করে বক্তারা বলেন,ভারতে কয়েকদিন আগেই যে মুসলিম-বিরোধী বিল পাস হয়েছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি"।
© Deshchitro 2024