নাজিবুল বাশার, মধুপুর, (টাঙ্গাইল) প্রতিনিধি:
মধুপুরে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ ডিসেম্বর উপজেলা নির্বাহী কার্যালয়ে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের এডভোকেসী সভায় সভাপতিত্বে করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) জাকির হোসাইন, ১০০ শয্যা বিশিষ্ট মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা কনিকা মল্লিকা, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক জিহাদী, মধুপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আঃ হালিম চিশতী প্রমূখ।
সভা সঞ্চালনা করেন উপজেলা  পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল মান্নান। এসময় বিভিন্ন ইউনিয়নের পরিবার পরিকল্পনা বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024