নাজিবুল বাশার, মধুপুর, (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুরে রিজিওনাল লেভেল ডায়লগ অনুষ্ঠিত হয়েছে। ১৪ ডিসেম্বর বুধবার সকালে উপজেলার জলছত্র শান্তি নিকেতনে সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস ২০৩০ এন্ড ল্যান্ড প্রেজেন্ট হিউম্যান রাইটস সিটিউশন অব গারো কোচ বানাই কমিউনিটিস বিষয়ে এ ডায়লগের আয়োজন করে কাপেং ফাউন্ডেশন ও জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদ।
ডায়লগের মূল প্রবন্ধ উপস্থাপন করেন জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক। বক্তব্য রাখেন মধুপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, অরণখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম, জিএমএডিসি'র সভাপতি অজয় এ মৃ, মধুপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, আচিক মিচিক সোসাইটির সাধারণ সম্পাদক সুলেখা ম্রং প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কাপেং ফাউন্ডেশনের উজ্জ্বল আজিম।
ডায়ালগে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সমতল এলাকার বসবাসরত গারো কোচ ও বানাই সম্প্রদায়ের ভূমি, শিক্ষা, সাংস্কৃতি, স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের কিশোরগঞ্জ, নেত্রকোনা,জামালপুর, ময়মনসিংহ ও টাঙ্গাইলের জেলার গারো কোচ ও বানাই হাজং প্রতিনিধিরা অংশ গ্রহণ করে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024