|
Date: 2025-04-08 17:58:49 |
রাজশাহীর বাঘায় এক প্রভাবশালির বিরুদ্ধে জোরপুর্বক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আমের গাছ কেটে নিয়ে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের তুলশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
স্থানীয় একাধিক সুত্রে জানা যায়, উপজেলার মনিগ্রাম ইউনিয়নের তুলশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারী প্রাচির সংলগ্ন একটি বিশাল আশ্বিনা আমের গাছ প্রভাবশালী জনৈক বিএনপি নেতা জোর পুর্বক কেটে অন্যত্রে বিক্রি করেছেন। বিএনপি ওই নেতার নাম মাইনুল ইসলাম। নাম প্রকাশ না শর্তে স্থানীয় একাধিক ব্যক্তি ও এক স্কুল শিক্ষক জানান, বিদ্যালের এই গাছ কাটার সাথে আরও কয়েকজন জড়িত থাকতে পারেন এবং এর সাথে সংশ্লিষ্ট স্কুলের কর্মকর্তাও জড়িত। তারা আরও জানান, বিদ্যালয়ের বিশাল আকৃতির এ গাছে প্রচুর আম ছিল। যা সময়কালে বিক্রি করা হলে অনেক টাকা আসতো। অথচ প্রকাশ্যে জোর করে ওই গাছ কেটে নিয়ে বিক্রি করা হলও রহস্যজনক কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে কোন ব্যবস্থা নিচ্ছেন না। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তার হোসেন এই প্রতিবেদককে জানান,এবিষয়ে থানায় লিখিত অভিযোগ করেছি এবং উপজেলা প্রথমিক শিক্ষা অফিসারকে জানিয়েছি। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মামুনুর রশীদ জানান,এ ব্যাপারে প্রধান শিক্ষককে অভিযোগ করার নির্দেশ দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শাম্মি আক্তার জানান, বিষয়টি শুনার উপজেলা প্রথমিকশিক্ষা অফিসারকে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
© Deshchitro 2024